আনিসুর রহমান, ওয়েব ডেস্কঃ
গুগল এই মাসে ২৫ টি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে ফেসবুকের তথ্যচুরির অভিযোগে। সারানোর আগে, ২৫ টি অ্যাপ সম্মিলিতভাবে ২.৩৪ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছিল।

জেডডিনেটের(zdnet) সাথে শেয়ার করা ফরাসী সাইবার-সুরক্ষা সংস্থা এভিনার একটি প্রতিবেদন অনুসারে এসব অ্যাপ মূলত ফাইল ম্যানেজার, ফ্ল্যাশ লাইট, ওয়ালপেপার, স্ক্রিনশট এডিটর বা ওয়েদার অ্যাপ হিসেবে বেশি ব্যবহার করা হয়।

এভিনার পক্ষ থেকে এসব অ্যাপ ফেসবুক থেকে তথ্য চুরি করছিল বলে গুগলকে সতর্ক করা হয়। এতে বিশেষভাবে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম যুক্ত করা থাকে, যা মোবাইল ফোন থেকে ফেসবুকে লগইন করার সময় পাসওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করে রাখে।

এভিনার গবেষকেদের মতে, এই ২৫ অ্যাপ ২০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। মোবাইল ফোনে এসব অ্যাপ থাকলে দ্রুত তা সরিয়ে ফেলতে বা আনইনস্টল করে ফেলতে হবে।
আরও পড়ুনঃ চারটি ডিভাইসে চলবে একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আসছে নতুন ফিচার
সরিয়ে দেওয়া ২৫ অ্যাপ হল সুপার ওয়ালপেপার্স ফ্লাশলাইট, ডেইল হরোস্কোপ ওয়ালপেপার্স, উক্সিয়া রিডার, প্লাস ওয়েদার, এনিমি লাইভ ওয়ালপেপার,প্যাডেনাফটার, ওয়ালপেপার লেভেল, কনট্যুর লেভেল ওয়ালপেপার, আইপ্লেয়ার অ্যান্ড আইওয়ালপেপার, অ্যাকুরেট স্ক্যানিং অব কিউআর কোড, ক্ল্যাসিক কার্ড গেম, জাঙ্ক ফাইল ক্লিনিং, সিনথেটিক জেড, ফাইল ম্যানেজার, কম্পোজিট জেড, স্ক্রিনশট ক্যাপচার, ভিডিও মেকার, কালার ওয়ালপেপার্স, পেডোমিটার, পাওয়ারফুল ফ্ল্যাশলাইট, সুপার ব্রাইট ফ্ল্যাশলাইট, সলিটায়ার গেম, আইহেলথ স্টেপ কাউন্টার ও কম ডট টাইপ ডট ফিকশন অ্যাপ।

এর আগে তথ্য চুরি করতে সক্ষম এমন ৩৬টি ক্যামেরা অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয় গুগল। বিশেষজ্ঞরা এসব ক্যামেরা অ্যাপও মোবাইলে থাকলে দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকেও ফেসবুকের সঙ্গে সংযুক্ত কিছু থার্ড পার্টি অ্যাপ ও ওয়েবপেজ তথ্য চুরি করছে বলে স্বীকার করা হয়। এসব অ্যাপ চালু করতে ফেসবুকের লগইন তথ্য ব্যবহার করা হয়। ফেসবুক বলেছে, এসব অ্যাপে ঢোকার রাস্তা তারা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দিয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে যদি অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে সাইনইন করে থাকেন, তাহলে শীঘ্রই কিছু সিকিউরিটি সেটিংস চেক করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আইওএস বা অ্যান্ড্রয়েড থেকে ফেসবুক অ্যাপ চালু করুন বা ব্রাউজার থেকে ফেসবুক ডটকমে যান। সেখান থেকে সেটিংস মেনুতে গিয়ে ‘অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস’ ক্লিক করুন। সেখানে ফেসবুক ব্যবহার করে লগ-ইন করা সব থার্ড পার্টি অ্যাপ ও ওয়েবসাইটের তালিকা পাবেন। সেখান থেকে আপনি যে অ্যাপটি চান না সেটি সরিয়ে দিতে পারবেন|
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584