নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নিউজ কনটেন্ট ব্যবহারের জন্য অস্ট্রেলিয়ার প্রকাশকদের সঙ্গে রয়্যালটি ভাগ করে নিতে হবে গুগলকে, আইন পাস করতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। এই সরকারি প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে শুক্রবার গুগল জানিয়েছে সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে সার্চ ইঞ্জিন বন্ধ করে দেবে তারা।
এই বিষয়টি নিয়ে বেশ কয়েক মাস ধরে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে গুগলের বিরোধ চলছে। এখন এই বিরোধ নাটকীয় মোড় নিল। গুগল শেষ পর্যন্ত সার্চ ইঞ্জিন সে দেশে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া সরকারকে।
এক ঐতিহাসিক আইন পাস করতে চাইছে অস্ট্রেলিয়া সরকার। প্রস্তাবিত আইনে গুগল, ফেসবুক-সহ অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলিকে নিউজ কন্টেন্ট ব্যবহারের জন্য অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলিকে উপযুক্ত অর্থমূল্য দিতে হবে, অর্থাৎ নিউজ কনটেন্ট কিনতে হবে।
আরও পড়ুনঃ ‘শিখছি ও ভাবছি’, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভিডিও বার্তায় বললেন জ্যাক মা
গুগলের অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক মেল সিলভা আজ এই আইন সংক্রান্ত সেনেট শুনানিতে অংশ নেন। তিনি বলেন, প্রস্তাবিত আইনের অধীনে সংস্থা পরিচালনা করা সম্ভব নয়। অস্ট্রেলিয়া সরকার আইনটি কার্যকর করলে সে দেশ থেকে গুগলের সার্চ ইঞ্জিন সরিয়ে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।
আরও পড়ুনঃ ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে মৃত অন্তত ৪৩
গুগলের এমন হুমকির পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তাঁর দেশের আইনপ্রণেতারা হুমকিতে মাথা নত করবেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, চলতি বছর পার্লামেন্টের মাধ্যমে আইনটি পাস করার ব্যাপারে তাঁর সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন যে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ায় কী করতে পারবে বা পারবে না, সে বিষয়ে অস্ট্রেলিয়া-ই আইন করে থাকে। পার্লামেন্টের মাধ্যমে এই আইন করা হয়। এই আইন অনুযায়ী যারা কাজ করতে চায়, তাদের স্বাগত।
গুগলের এই মন্তব্যকে ‘গণতন্ত্রকে বৃহৎ কর্পোরেটের ব্ল্যাকমেল’ বলে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার একাধিক আইন প্রণেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584