ভাগ্নির শপথ অনুষ্ঠানে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন মামা

0
112

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভোটযুদ্ধে লড়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। প্রথম মার্কিন মহিলা ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি। কমলা হ্যারিসের এই জয় আনন্দের জোয়ার এনেছে এ দেশের গোপালন পরিবারেও। টিভি-তে কমলার জয়ের খবর ঘোষণা মাত্রই অনবরত বেজে চলেছে ৮০ বছরের বৃদ্ধ গোপালন বালাচন্দ্রনের মোবাইল। তিনিই মার্কিন ভাইস প্রেসিডেন্টের মামা।

Gopalan Balachandran | newsfront.co
গোপালন বালাচন্দ্রন, কমলা হ্যারিসের মামা

আপ্লুত গোপালন বালাচন্দ্রন। বললেন, ‘আমি আজ খুবই গর্বিত। শীঘ্রই কমলাকে ফোন করে অভিনন্দন জানাব। খবর শোনার পর থেকেই সবাই ফোন করছেন, কথা শেষই হচ্ছে না।’ আনন্দে আপ্লুত হয়ে বালাচন্দ্রন জানালেন কমলার পরিবারের বাকি সদস্যরা শপথ অনুষ্ঠানে হাজির হতে জানুয়ারিতে মার্কিন মুলুকে পারি দেবেন।

তাঁর কথায়, ‘আমার মেয়ে সেখানেই রয়েছে। কমলাকে প্রচারে সহায়তা করেছে। কোনওভাবেই বাড়ির মেয়ের শপথ অনুষ্ঠানে হাজির হওয়ার সুযোগ হাতছাড়া করা যাবে না।’

আরও পড়ুনঃ জাতপাত-বর্ণ ভুলে স্বপ্ন দেখুন, জয়ের পর বললেন কমলা

গোপালন বালাচন্দ্রন হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী কমলা হ্যারিসের মামা। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রকের কর্মী হিসাবে দিল্লির মালব্য নগরে কাজ করেন তিনি। ভারতীয় সময় শনিবার রাত ১০টা নাগাদ কমলার মামাতো বোনই টুইট করে লেখেন, ‘আবাক করা কাণ্ড, শেষ পর্যন্ত বাস্তবে তাই ঘটল, আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম- তথা আমার দিদি কমলা হ্যারিস।’

আরও পড়ুনঃ প্রতিটি জীবন বাঁচানোই আমাদের লক্ষ্য- আমেরিকাবাসীকে জানালেন বিডেন

গত চারদিন ধরেই ট্রাম্প-বিডেন হাড্ডাহাড্ডি লড়াই দেখল দুনিয়া। একই সঙ্গে দিল্লির এই পরিবারের অবশ্য নজর ছিল ভাইস প্রেসিডেন্ট নির্বাচনী ফলাফলের দিকেও। গত চারদিন ধরে টিভির সামনে মুখ বুঝে পড়েছিলেন বালাচন্দ্রনের পরিবার।

শুক্রবার চরম উত্তেজনার মাঝে গোপালন বালাচন্দ্রন বলেছিলেন, ‘আমি নিজে মার্কিন নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে অনেক পড়শোনা করেছি। মনে হচ্ছে ডেমোক্র্যাটরাই জিতবেন।“ শনিবার তাঁর সেই আশা পূরণ হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here