দাদা করলেন দল বদল,অস্ত্র আইনে ধৃত স্বামীর অপেক্ষায় স্ত্রী

0
94

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

susanta Dan
আদালতের পথে গোপী।নিজস্ব চিত্র

দাদা ওদিকে পদ্ম শিবিরে যোগ দিলেন আর এদিকে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হলেন সদ্য দলচ্যুত সাংসদ সৌমিত্র খাঁর আপ্তসহায়ক সুশান্ত দাঁ ওরফে গোপী।বুধবার দুপুরের পর তাঁকে কোর্টেও তোলা হয়।মঙ্গলবার সন্ধে বেলা ফেসবুকে লাইভ করে এবং স্টেটাস পোস্ট করে বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ (তখনও তিনি তৃণমূলই ছিলেন) অভিযোগ করেছিলেন, বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল দাস তাঁকে খুন করার ষড়যন্ত্র করছেন।

sukomalkanti das
এসডিপিও বিষ্ণুপুর
সুকোমলকান্তি দাস।নিজস্ব চিত্র

সেই সঙ্গে তাঁর এ-ও অভিযোগ ছিল, তাঁর আপ্তসহায়ক গোপীকে ‘গুম’ করার চেষ্টা হচ্ছে।প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না গোপীর।রাতে দিল্লি থেকে ফেসবুকে হুঙ্কার ছাড়েন সৌমিত্র। হুঁশিয়ারি দিয়ে বলেন বুধবার সকাল দশটার মধ্যে বাঁকুড়ায় পৌঁছে থানা ঘেরাও করবেন পথে নামবেন তাতে পুলিশ গুলি চালালে চালাবে।কিন্তু বাঁকুড়ায় বিজেপির জাতীয় কার্যালয়ে দল বদলে করে হাসি মুখে পোজ দিয়ে ছবি তুললেন।গতকাল রাত্রিতেই গোপীর স্ত্রী টিয়া দাঁ সংবাদমাধ্যমকে বলেন, “গোপী বাড়িতে ফোন করেছিল।আমায় বলেছে এসডিপিও স্যারের অফিসে রয়েছে।রাতে ফিরবে না।কিন্তু কেন তা বলেনি।”

tiya dan
অভিযুক্ত সুশান্ত দাঁ’র স্ত্রী টিয়া দাঁ।নিজস্ব চিত্র

গতকাল রাতে আটক গোপীকে এ দিন গ্রেফতার করে কোর্টে তোলার সময় এসডিপিও সুকোমল দাস বলেন,“পুলিশ হেফাজতে থাকা কাদের খানের তথ্য অনুযায়ী ওকে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে।”
অনেকেই মনে করেন এ বার আর টিকিট পেতেন না সৌমিত্র।তলে তলে মুকুলের সাথে চলছিল সখ্যতা।আর এদিন মুকুলের সঙ্গে গিয়েই বিজেপির ঝান্ডা ধরলেন বিষ্ণুপুরের সাংসদ।চোদ্দর ভোটে মুকুলই টিকিট দিয়েছিলেন সৌমিত্রকে।

somnath chowdhury
গোপীর আইনজীবী সোমনাথ রায়চৌধুরী।নিজস্ব চিত্র

পর্যবেক্ষকদের মতে, গেরুয়া শিবিরে যোগ দিয়ে গুরুদক্ষিণা দিলেন সৌমিত্র।কিন্তু সে তো গেল রাজনীতির চক্কর আর এদিকে গোপীর বাড়ি ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন টিয়া দাঁ।

আরও পড়ুনঃ এসডিপিওর বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ সাংসদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here