বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
পাহাড়ে ও তরাই ডুয়ার্সে এখন শান্তি রয়েছে এবং আর কিছুদিন পরেই লোকসভা ভোট।সেই ভোটের কথা মাথায় রেখেই ফের শান্ত পাহাড়কে অশান্ত করতেই এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা দার্জিলিং জেলার সাংসদ এস এস আলুওয়ালিয়া।এরই প্রতিবাদে এদিন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে ঢোকার মুখে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান নকশালবাড়ি ব্লকের গোর্খা জনমুক্তি মোর্চার যুব সম্প্রদায়। এর পাশাপাশি স্লোগান দিতে থাকেন আলুওয়ালিয়া গো ব্যাক গো ব্যাক।
প্রসঙ্গত সম্প্রতি সাংসদ নিজের এলাকা পরিদর্শন এবং দলীয় কর্মীদের সাথে বৈঠক করতে দুদিনের সফরে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং এদিন দিল্লী ফিরে যাওয়ার কথা।ঠিক তার আগে বাগডোগড়া বিমান বন্দরে ঢোকার মুখেই তাকে কালো পতাকা দেখান যুব মোর্চার সদস্য এবং সর্মথকেরা। এবং মোর্চার যুব নেতা নরেশ বিশ্বকর্মা অভিযোগ করে বলেন যে,পাহাড় এখন শান্ত রয়েছে এবং সেই শান্ত পাহাড়ে আগুন জ্বালাতে চাইছেন এস এস আলুওয়ালিয়া। সামেই ভোট তাই ভোটের আগে কূটনীতি করতে এখানে এসেছেন।এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমরা এতোটাও বোকা নই। আমরা সব বুঝি যে ভোট আসছে দেখে এখন আসছেন। তবে ১০৫ দিন যখন পাহাড় বনধ্ ছিল। আর সেই সময় অনেক গোর্খা মারা যাচ্ছিল তখন কোথায় ছিলেন তিনি। তাই এখন আর আপনার সঙ্গ চাই না। এই দশ বছরে তিনি দার্জিলিংএর মানুষকে কিছুই দেননি।তাই কোন মুখে দার্জিলিংএ যেতে চাইছেন।তবে আমরা এখন শান্তি চাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584