নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউনের সময় থেকেই সারা দেশের সঙ্গে বালুরঘাট রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলিও বন্ধ ছিল। ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরবাসীকে।আর সেই দীর্ঘ সমস্যার সমাধান হতে চলছে আগামী ১৭ই ডিসেম্বর।
আজ এমনই খুশির খবর সাংবাদিক সম্মেলনে জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি জানান বালুরঘাটের লাইফ লাইন বলে পরিচিত বালুরঘাট মালদা প্যাসেঞ্জার যা গৌড় লিঙ্ক নামে পরিচিত, তা আগামী ১৭ই ডিসেম্বর থেকে তার পূর্ব নিধারিত সময় সূচী অনুসারে চলাচল করবে।
আরও পড়ুনঃ বালুরঘাটের নয়া পৌর প্রশাসক বোর্ডের প্রতি অসন্তোষ প্রকাশ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের
সাংসদ তার বক্তব্য রাখতে গিয়ে জানান এই ট্রেন চালুর মধ্যে দিয়ে তিনি বিরোধীদের করা কুৎসা অপপ্রচারের জবাব দিতে পারলেন। তিনি আরও জানান তিনি এই ট্রেনটি দ্রুত চালুর বিষয়ে সর্বদা সচেষ্ট ছিলেন, এই নিয়ে তিনি রেলবোর্ডের চেয়ারম্যানের সাথেও কথা বলেছিলেন।
আরও পড়ুনঃ বালুরঘাটে সমকাজে সমবেতন সহ ১১ দফা দাবিতে ডেপুটেশন জেলা শাসককে
পাশাপাশি সরাষ্ট্রমন্ত্রী সরাসরি উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেনের সমস্যা নিয়ে তার কাছে লিখিত আকারে জানতে চেয়েছিলেন এবং তিনি তা সরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বলেও সাংসদ জানান। এছাড়াও সাংসদ বালুরঘাটের অন্যান্য ট্রেন নিয়েও তার মতামত এই সাংবাদিক সম্মেলনে রাখেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584