রাজনীতি করছেন রাজ্যপাল, দাবি গৌতমের

0
94

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ

রাজ্যপালের পাল্টা বক্তব্য রাখতে এদিন শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সাংবাদিক বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

goutam dev | newsfront.co
সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ নিজস্ব চিত্র

তিনি বলেন যে, “রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে এসে উত্তরবঙ্গে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে আগুন নিয়ে খেলতে বারণ করেছেন ।

কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করতে নিষেধ করেছেন । তাই অতি বিনয়ের সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানকে বলতে চাই সংবিধানের নির্দেশ স্মরণ করাতে চাই। অতীতে কোন রাজ্যপালকে বাংলায় এ রকম ভূমিকায় দেখা যায়নি। রাজ্যপাল যেন সংবিধান অনুযায়ী কাজ করেন। রাজ্যপালও যেন কোন রাজনৈতিক ভূমিকায় অবতীর্ণ না হোন। তিনিও যেন বাংলায় আগুন নিয়ে খেলা না করেন। এইটা আমরা স্মরণ করাতে চাই।”

আরও পড়ুনঃ বয়স কম আগুন নিয়ে খেলবেন না! শিলিগুড়িতে হুঁশিয়ারি ধনকড়ের

রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন কোভিড প্রমাণ করেছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই প্রসঙ্গে পর্যটন মন্ত্রী বলেন ,বাংলা থেকে গুজরাটে আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা বেশী। আর তিনি সম্পূর্ণ রাজনৈতিক দলের ক্যাডারের ভূমিকায় নেমে পড়েছেন ।

সংবিধানে রয়েছে যে কোন কিছু হলে তথ্য বিনিময় করতে পারেন রাজ্যপাল। কিন্তু তার মানে এই না যে তিনি সকাল বিকাল সাংবাদিকদের ডেকে বক্তব্য দিতে থাকবে। আর নন স্টপ প্রেস মিট করে গিনেস বুকে নাম তুলবেন যে ভারতবর্ষের কোন রাজ্যপাল খুব অল্প সময়ে অনেক প্রেসমিট করেছেন। রাজ্যপালের কাজ হচ্ছে সকাল থেকে বিকাল প্রেসমিট করা আর যে সরকারের তিনি সাংবিধানিক প্রধান সেই সরকার কে কালিমালিপ্ত করা।”

এর পাশাপাশি তিনি আরও বলেন যে , “আমার মনে হয় রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির খাতায় নাম লিখিয়ে রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করুক । তাহলে হয়তো কারও কিছু বলার থাকবে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here