নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
রাজ্য সরকার অনুমোদিত ২৩৫ টি অনুদানহীন মাদ্রাসার শিক্ষকরা আজ, সোমবার বিকাশ ভবনের সামনে গণ অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন।

অভিযোগ এই যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকার অনুমোদিত হলেও সরকারের তরফে কোনও সাহায্য পায় না। ফলে ধ্বংসের মুখে যেতে চলেছে অধিকাংশই।
আরও পড়ুনঃ ভূমিকম্পে কাঁপলো উত্তরবঙ্গ
সূত্রের খবর, এই মাদ্রাসাগুলিতে কেবল মাত্র পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়। ছাত্রছাত্রীদের জন্য মিড-ডে মিল বরাদ্দ থাকে না, স্কুল ইউনিফর্ম পর্যন্ত নেই। পাশাপাশি বিপদসংকুল পরিকাঠামোর নীচে তারা পড়াশুনা করে। পশ্চিমবঙ্গ সরকারের বিল্ডিং গ্রান্টের তরফে বিজ্ঞপ্তি জারি করলেও এখনও কিছুই কার্যকরী হয়নি।
এইসব প্রতিষ্ঠানে ৪০,০০০ এরও বেশি ছাত্রছাত্রী পড়াশুনা করে। শিক্ষক-শিক্ষিকার ন্যূনতম সাম্মানিক ও ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রীর দাবিতে ১০ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ ভবন চত্বরে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা গণ অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584