নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মহিসাস্থালি গ্রাম পঞ্চায়েতের রমনাপাড়া এলাকায় স্থানীয় মেম্বার দিনারুল ইসলাম -এর সহযোগিতায় ১০০ দিনের কাজের মাধ্যমেই চলছে ক্যানেল সংস্কার। করোনা সংক্রমণের ফলে চারিদিক যখন পুরোপুরি লকডাউনের আওতায়।
তখন শ্রমজীবী মানুষ বা খেটে খাওয়া মানুষরা হয়েছিল দিশাহারা। কিন্তু রাজ্য সরকারের ঘোষণার পর খেটে খাওয়া মানুষ আবার ১০০ দিনের কাজের মাধ্যমে ফিরে পায় তাদের কর্মযজ্ঞ এবং তারা এর মাধ্যমে অর্থ উপার্জনের একটি রাস্তা খুঁজে পায়। তারা এই কাজের মাধ্যমে যা উপার্জন করে, তা দিয়ে সংসারের খরচ চালায়। এতে শ্রমজীবী মানুষেরা উপকৃত হয়েছে এবং তারা খুশিও হয়।
আরও পড়ুনঃ কনটেনমেন্ট জোনে আক্রান্তদের পরিবারগুলিকে সাহায্য কর্মাধ্যক্ষের
স্থানীয় মেম্বার দিনারুল ইসলাম জানান লকডাউনের ফলে মানুষ হয়েছিল দিশেহারা। কিন্তু রাজ্য সরকার ঘোষণা করেন ১০০ দিনের কাজ সরকারি নিয়ম অনুযায়ী অর্থাৎ দূরত্ব বজায় রেখে এই কাজ করা যাবে।
এই নির্দেশ পাওয়ার পরই তিনি এলাকার মানুষদের নিয়ে রমনা পাড়া এলাকার ক্যানেল সংস্কারের কাজ শুরু করেন। এর ফলে শ্রমজীবীদের আয় হবে এবং তাদের উপকার হবে বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584