নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
চার করোনা রোগীর হদিশ পাওয়ার পরেই আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের চার গ্রামকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল প্রশাসন। জানা গেছে, ফালাকাটার চারজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলতেই সংশ্লিষ্ট এলাকাগুলিকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে দিয়েছে প্রশাসন।
গুয়াবরনগর, জটেশ্বর-২ ও ধনীরামপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার ওই চার গ্রামকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়। এই কন্টেইনমেন্ট জোন এলাকাগুলিতে স্বাস্থ্যকর্মী ছাড়া আর অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
জানা গেছে, এখন এইসব এলাকায় বাইরের কেউ ঢুকতে পারবে না।
আরও পড়ুনঃ দেশের নাম ‘ইন্ডিয়া’ পাল্টে ‘ভারত’ করার আবেদন শীর্ষ আদালতে, শুনানি ২রা জুন
আবার এলাকারও কেউ প্রশাসনের অনুমতি ছাড়া বাইরে বের হতেও পারবে না। এছাড়া এই গ্রামগুলো যে সব গ্রাম পঞ্চায়েতে অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েত এলাকাকেই বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বাফার জোনে বাইরের কোনও ব্যক্তি বা গাড়ি ঢুকতে পারবেনা।
তবে বাফার জোনের বাসিন্দারা নিজ এলাকায় সোশ্যাল ডিসট্যান্স ও যাবতীয় সুরক্ষা নিয়ে চলাফেরা করতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584