নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গত মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। ভারতের এই ক্ষত এখনও দগদগে হয়ে রয়েছে। চিনা আগ্রাসনের প্রতিবাদে সম্প্রতি ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এবার ফের ডিজিটাল স্ট্রাইক মোদি সরকারের।
রবিবার দেশে নিষিদ্ধ করা হল মোট ৪০টি ওয়েবসাইট। তবে চিনকে কোণঠাসা করার জন্য এই স্ট্রাইক করা হয়নি। এবার উদ্দেশ্য ভিন্ন। এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, ‘শিখ ফর জাস্টিস’ নামে খালিস্তানপন্থী গ্রুপের মোট ৪০টি ওয়েবসাইট ভারতে ব্যবহার করা যাবে না।
আরও পড়ুনঃ গাজিয়াবাদের পটকা কারখানায় বিস্ফোরণে মৃত ৮ শ্রমিক
বিচ্ছিন্নতাবাদীদের ‘জব্দ’ করতেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এবার একটা প্রশ্ন সকলের মনেই আসবে। সেটা হল এই ‘শিখ ফর জাস্টিস’ আসলে কী বা কারা? এই খালিস্তানপন্থী গ্রুপ তৈরি হয় ২০০৭ সালে।
তখন মূলত মার্কিন মুলুকে থাকা শিখরাই এই গ্রুপটি বানিয়েছিলেন। স্বাধীনতার দাবি তুলে ভারত থেকে পাঞ্জাবকে আলাদা করতে উঠে পড়ে লাগে এই গ্রুপ। সেই কারণেই এর ৪০টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584