নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারণে এ রাজ্যের বহু শ্রমিক আটকে পড়েছে ভিন রাজ্যে। যান চলাচল না থাকার কারণে বাড়ি ফিরতে পারছিল না সেই শ্রমিকগুলি।
অবশেষে পরিবারের টানে এবং আর্থিক সংকটের কারণে পায়ে হেঁটে নিজের গন্তব্যস্থলে যাওয়ার ভাবনা নিয়ে এগিয়ে চলে তারা। শুক্রবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু’নম্বর ব্লকে বিভিন্ন এলাকায় ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরলেন পায়ে হেঁটে প্রায় ৫০০কিলোমিটার পথ।
আরও পড়ুনঃ অতিরিক্ত জেলাশাসককে ডেপুটেশন যুব কংগ্রেসের
তাদেরকে তার পরিবার ও গ্রামের মানুষ ঘরে ঢুকতে না দিয়ে প্রশাসনিক নির্দেশে ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান। বর্তমানে তারা বাল্যগোবিন্দপুর বালিকা বিদ্যালয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584