ওয়েব ডেস্কঃ
চুরি যাওয়া নথিপত্রের উপর ভিত্তি করেই রাফাল মামলা দায়ের করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে গুরুতর অভিযোগ আনল কেন্দ্রীয় সরকার।
আজ সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সুপ্রিম কোর্টে দাবি করেন যে
রাফাল চুক্তির সঙ্গে জড়িত নথিপত্র নথিপত্র চুরি করা হয়েছে। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন যে পিটিশনাররা সরকারি গোপন তথ্যসংক্রান্ত আইন ভঙ্গ করেছেন।
এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানতে চান চুরির পর সরকার কি ব্যবস্থা নিয়েছে। তখন উত্তরে কোর্টকে সরকার জানায় যে এ বিষয়ে তদন্ত চলছে।
গত ডিসেম্বরে রাফাল মামলায় কেন্দ্র সরকারকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায় যে কেন্দ্রের রাফাল চুক্তি প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট।
কিন্তু বিজেপির নেতা যশবন্ত সিনহা,অরুণ শৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ সহ বেশ কয়েকজন আবেদনকারী ২০১৮ সালের ২৪শে ডিসেম্বরের রায়ের পুনর্বিবেচনা করার আবেদন করেন। তাঁদের বক্তব্য ছিল আদালতে সরকারের দেওয়া ক্যাগ রিপোর্ট জমা পড়া সংক্রান্ত ‘অসত্য তথ্যের’ উপর ভিত্তি করেই আগের রায় হয়েছিল। সেই আবেদন সহ বেশ কিছু আবেদনে সাড়া দিয়ে মামলা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584