নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আঁচ বাড়ছে কৃষক বিদ্রোহের, দেশের অন্নদাতাদের আশ্বস্ত করতে আবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের সাহায্য করতে তাঁর সরকার দায়বদ্ধ, শনিবার বার্তা দিলেন মোদী। প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন কৃষি আইনগুলি কৃষকদের স্বার্থেই তৈরি, এগুলি নতুন বাজার দেবে তাঁদের এবং কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিতে সাহায্য করবে।
কৃষকদের সঙ্গে একাধিক বৈঠকে বসলেও জট কাটছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও নিষ্ফলা। তারপরই লিখিত আকারে কৃষকদের সংশোধনী প্রস্তাব পাঠায় সরকার। যা তৎক্ষণাৎ খারিজ করে দেন কৃষকরা। তিন ‘বিতর্কিত’ কৃষি আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় কিষান ইউনিয়ন। এই প্রেক্ষাপটে কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা কিছুটা উল্লেখযোগ্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুনঃ তিনি রাষ্ট্রপতি হওয়ার পরই রাজনৈতিক দিশা হারিয়েছে কংগ্রেস- লিখেছেন প্রণব মুখার্জী
আগেও কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে, কৃষকদের স্বার্থেই কৃষি আইন সংস্কার করা হচ্ছে। এর ফলে আরও অনেক রাস্তা খুলে যাবে কৃষকদের সামনে, নিজের পণ্য ভাল দামে ও পরিকাঠামোয় সরাসরি বিক্রি করার স্বাধীনতা পাবেন তাঁরা।
কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ কৃষকদের আহ্বান জানিয়েছেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। কৃষকদের আন্দোলন থামিয়ে আলোচনায় বসার আর্জি জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584