নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০২০ সালের সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন নিয়ে বিগত প্রায় দেড় মাস ধরে দিল্লির বিভিন্ন সীমানায় চলছে কৃষক আন্দোলন। দেশের নানা জায়গা থেকে আসা লক্ষ লক্ষ কৃষক তাতে শামিল। তাঁদের দাবি, অবিলম্বে, ‘কৃষক বিরোধী’ তিনটি আইনই প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে।
এই নিয়ে সাতবার কেন্দ্র-কৃষক আলোচনার জন্য বৈঠকে বসলেও এখনও অবধি মেলেনি কোন রফাসূত্র। এবার সরকারের সঙ্গে অষ্টম রাউন্ডের বৈঠকের আগেই সুর চড়াল কৃষক সংগঠনরা। এখনও পর্যন্ত আন্দোলন চলাকালীন ৬০জন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানালেন ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইত।
আরও পড়ুনঃ সরকার-কৃষক সপ্তম দফার বৈঠক আজ, দাবি আদায়ে অনড় কৃষকেরা
প্রতি ১৬ ঘণ্টায় একজন কৃষকের মৃত্যু হচ্ছে ও এরজন্য সরকারকে দায় নিতে হবে বলে তিনি জানান। পুলিশের রেকর্ড অনুযায়ী তিকরি সীমান্তে দশ জন ও সিঙ্ঘু সীমান্তে নয় জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। এর মধ্যে আছেন শিখ সাধু বাবা রাম সিং।
আরও পড়ুনঃ পাঁশকুড়ায় বনমালী কলেজে ফি-মুকুবের দাবিতে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ
সোমবার দুপুরে ফের সরকারের সঙ্গে আরেক রাউন্ড বৈঠকে বসেছেন চাষীরা। কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার বলেছেন, সব বিষয় নিয়ে আলোচনা হবে এদিন। গত কয়েকদিন ধরে দিল্লিতে বৃষ্টি পড়ছে। সঙ্গে তীব্র শীত। তারমধ্যে সিঙ্ঘু সীমান্ত সহ বেশ কিছু স্থানে প্রতিবাদ অবস্থান চলছে চাষীদের।
তাদের দুটি দাবি, নয়া কৃষক আইন প্রত্যাহার করতে হবে ও ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি স্বীকৃতি দিতে হবে। কৃষকদের দাবি, নয়া আইনে মান্ডি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে ও বেসরকারি সংস্থা এসে কৃষকদের থেকে অনেক কম দামে ফসল কিনে চলে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584