সিএএ প্রসঙ্গে বলিউড তারকাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের আমন্ত্রণ সরকারের তরফে

0
58

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সংশোধিত নাগরিকত্ব আইনের সাথে জড়িত সত্যতা ও অপপ্রচার বিষয়ে আলোচনা করার জন্য বলিউড তারকাদের একটি আলোচনা সভায় আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও বিজেপির সহ-সভাপতি জয় পাণ্ডা। মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে এই রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ পত্রেও লেখা আছে, বৈঠকের বিষয় হল সংশোধিত নাগরিকত্ব আইনের সঙ্গে জড়িত ‘মিথ ও বাস্তবতা’। বৈঠকের শেষে নৈশভোজের আয়োজনের কথাও বলা হয়েছে আমন্ত্রণপত্রে।

চিত্র সৌজন্যঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

তবে ওই বৈঠকে কোন কোন বলিউড তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে তা এখনও জানা যায়নি। সিএএ নিয়ে বিক্ষোভের সময় দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল বলিদুনিয়া। একদিকে সিএএ-র সমর্থনে যেমন ছিলেন অক্ষয় কুমার ও কঙ্গনা রানাউত। অন্যদিকে অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর ও সিদ্ধার্থের মতো তারকারা মোদি সরকারের পদক্ষেপের তীব্র প্রতিবাদ করেছিলেন। সেই সারিতে ছিলেন রাজকুমার রাও, কঙ্কনা সেনশর্মাও।

পাশাপাশি এ বিষয়ে কথা বলেছেন হৃতিক রোশন, ফারহান আখতার, পরিণীতি চোপড়া, সঈফ আলি খান, শাবানা আজমিও।

সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, সিএএ-র প্রতিবাদে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় আয়োজিত জনসভায় অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছিলেন, ‘‘আমাদের ঘুম দেরিতে ভেঙেছে। কিন্তু এখন আমরা জেগে উঠেছি। তোমরা সারা দেশকে জাগিয়েছ। আমরা তোমাদের ধন্যবাদ জানাই।”

সরকারের তরফে ক্রমেই সিএএ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর পালা চলছে। সমালোচকদের মতে, সিএএ বিরোধী আন্দোলনের ব্যাপকতা এতটাও হবে, তা হয়তো শাসক দল ভাবতে পারেননি। তাই বাড়ি বাড়ি গিয়ে অথবা সভা করে নাগরিকত্ব আইনের খুঁটিনাটি বোঝাতে উঠে পরে লেগেছে বিজেপি সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here