রেল টিকিটে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন,নির্বাচন বিধিভঙ্গের বিরুদ্ধে সরব বিরোধীরা

0
92

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Government Project Advertising on railway ticket
এই বিজ্ঞাপন ঘিরেই বিতর্ক।নিজস্ব চিত্র

লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হবার দিন থেকেই উত্তর দিনাজপুর জেলার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে সরগরম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে জনৈক রেলযাত্রীর অভিযোগ,রেলের টিকিটের পেছন দিকে নির্বাচন ঘোষণা হবার পরে কি ভাবে কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের রেলের টিকিটের পেছনে কেন্দ্রীয় সরকারের গ্রামীন বিকাশ মন্ত্রণালয় ভারত সরকারের আবাস যোজনার মেরা স্বপ্না,ঘর আপনা শীর্ষক বিজ্ঞাপন দিয়ে রাখা হয়েছে।অবিলম্বে এই সমস্ত রেলের টিকিট বাতিল করা না হলে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হবে।

উত্তর দিনাজপুর কংগ্রেসের কালিয়াগঞ্জ শহর কংগ্রেস কমিটির সভাপতি সুজিত দত্ত সোমবার কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের বিজেপির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ জানিয়ে বলেন তারা উত্তর দিনাজপুর জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিজেপির নির্বাচনী বিধি ভঙ্গের প্রমান সহ অভিযোগ পত্র জমা দেবেন বলে জানান।রেলের টিকিটের পেছনে গ্রামীন বিকাশ মন্ত্রণালয় ভারত সরকার এই ভাবে প্রধান মন্ত্রীর ছবি সহ মেরা স্বপ্না,ঘর আপনা শীর্ষক বিজ্ঞাপন বিজেপি কোন ভাবেই দিতে পারেনা বলে সিপিআইএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল এক প্রশ্নের উত্তরে জানান।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকের প্রচারিত হেলিকপ্টারের ছবি দিয়ে ‘ছাপ্পান ইঞ্চি কা সিনা’-র বিজ্ঞাপন

অবিলম্বে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে তিনি দাবি জানান।তৃণমূলের রাজ্য সম্পাদক তথা উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব অসীম ঘোষ বলেন মোদি সরকারের কথার সাথে কাজের কোন মিল নেই।নির্বাচনী বিধি লাগু হবার পর কোন আইনে রেলের টিকিটের পেছনে নির্লজ্জ ভাবে নির্বাচনী বিধি ভঙ্গ করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট নিতে চায়।

তৃণমূলের পক্ষ থেকে আমরা অবিলম্বে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাবো।আরএসপি নেতা দেবু কর বলেন যে সরকার নির্বাচন করছে সেই সরকার নিজেই নির্বাচনী বিধি লঙ্ঘন করছে।অবিলম্বে এর বিরুদ্ধে আমরা আরএসপি দলের পক্ষ থেকে জেলা নির্বাচন অধিকারীকের কাছে অভিযোগ জানাবো।এই ঘটনায় কালিয়াগঞ্জ সহ সমগ্র উত্তর দিনাজপুর জেলার সর্বত্র বিজেপি দলের ধরনের বিজ্ঞাপন দেওয়া নিয়ে জোর আলোচনা চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here