নিয়ম ভঙ্গকারিদের দিয়েই প্রচার প্রশাসনের

0
54

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

নিয়ম ভঙ্গকারিদের দিয়েই নিয়ম মেনে চলার প্রচার চালালো প্রশাসন। বৃহস্পতিবার আলিপুরদুয়ার চৌপথিতে এমন ঘটনার সাক্ষি থাকলেন মানুষেরা।

government promote corona awareness in alipurduar | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন চৌপথিতে আলিপুরদুয়ার পুরপ্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের নিয়ে উপস্থিত হয়। সেখানে যারাই মাস্ক ছাড়া রাস্তায় বেড়িয়েছিল তাদের ধরে মাস্ক দেওয়া হয়।

government promote corona awareness in alipurduar | newsfront.co
নিজস্ব চিত্র

তার পর তাদের মাস্ক পরিয়ে রাস্তায় মাস্ক পরে বের হওয়ার পক্ষে প্রচার করানো হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক তথা আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক রাজেশ। এদিন চৌপথিতে মাইকে প্রচারও করেন প্রশাসনের দলটি।

government promote corona awareness in alipurduar | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সমালোচনায় সিদ্ধান্ত বদল! পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ কর্ণাটক সরকারের

এদিন আলিপুরদুয়ারের মহকুমা শাসক রাজেশ বলেন, ” যারা মাস্ক পড়েননি তাদের সচেতন করার জন্যই এই উদ্যোগ। সেই সঙ্গে অন্যান্যরাও যাতে সচেতন হন সেই কারনে এই প্রচার অভিযান চালানো হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here