নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় হু হু করে বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সরকারি অ্যাম্বুলেন্স গুলি ছাড়া পাবলিক অ্যাম্বুলেন্স গুলি পাওয়া যাচ্ছিল না এই সংক্রমণের কারণে।
কারণ আতঙ্ক ছেয়ে গিয়েছে গোটা রাজ্যে। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পঞ্চায়েত সমিতিকে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহায়তায় দেওয়া হয় একটি অ্যাম্বুলেন্স। এতে উপকৃত হবে ব্লকের সমস্ত মানুষ। এই সম্বন্ধে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু বলেন “কোলাঘাট ব্লকের একটিমাত্র অ্যাম্বুলেন্স ছিল বেশ কয়েকদিন আগে।
আরও পড়ুনঃ আতঙ্কের মাঝেও খুশির খবর, সুস্থ হচ্ছে করোনা আক্রান্ত রোগী
কিন্তু পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের, বিকল হয়ে যায় অ্যাম্বুলেন্স, এই পরিস্থিতিতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ব্লকের সাধারণ মানুষকে। কারণ এই মহামারীর সময় জরুরী পরিষেবা অত্যন্ত প্রয়োজনীয়। সেই কথা মাথায় রেখেই পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানো হয় অ্যাম্বুলেন্সের কথা।
অবশেষে পরিবহণ মন্ত্রীর সহযোগিতায় দেওয়া হয় একটি অ্যাম্বুলেন্স।” অন্যদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া বলেন “পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায় সাধারণ মানুষ অনেক উপকৃত হবে এই অ্যাম্বুলেন্সের দ্বারা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584