শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
এনডিএ- সহযোগী দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)- র নেত্রী ও মেঘালয়ের সাংসদ আগাথা সাংমা দাবি তুললেন বিতর্কিত তিন কৃষি আইনের মতই কেন্দ্র প্রত্যাহার করে নিক নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। এ প্রসঙ্গে এনডিএ-র সদস্যদের মধ্যে আলোচনারও দাবি তুলেছেন সাংমা।
সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে রবিবার এনডিএ সদস্যদের নিয়ে একটি বৈঠক হয়। সংসদে নিজেদের মধ্যে সমন্বয় আরও দৃঢ় করার জন্য ডাকা হয়েছিল এই বৈঠক। সেই বৈঠকেই এই দাবি তুলেছেন আগাথা সাংমা।
মেঘালয়ের এনপিপি সাংসদ বলেন, “কৃষি আইন বাতিল করার সময় যেভাবে জনগণের অনুভূতির কথা বিবেচনা করেছে সরকার ঠিক তেমন ভাবেই উত্তর-পূর্বের জনগণের অনুভূতির কথা মাথায় রেখে সিএএ বাতিল করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছি আমি।” তাঁর এই অনুরোধে সরকারের তরফে কি প্রতিক্রিয়া?
আরও পড়ুনঃ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি কি দেবে শেখ হাসিনা সরকার!
এই প্রশ্নের উত্তরে এনপিপি সাংসদ জানান যে এখনো পর্যন্ত তেমন কোন ইতিবাচক প্রতিক্রিয়া তিনি পাননি তবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বৈঠকে উপস্থিত নেতারা তাঁর এই দাবি নোট করেছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উভয়েই এই বৈঠকে যোগ দেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584