এনআরসির প্রয়োজন আছে, হলফনামায় জানাল কেন্দ্র

0
325

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

নতুন নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসি-এনপিআর বিরোধী আন্দোলনে উত্তাল দেশ। আন্দোলনের জেরে ঢোক গিলতে হয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দিল্লির রামলীলা ময়দানে তিনি মন্তব্য করেন যে ‘নাগরিক পঞ্জি নিয়ে কোনো আলোচনা হয়নি’। পিছু হটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু মঙ্গলবার নাগরিক পঞ্জি’র প্রয়োজন আছে বলে সুপ্রিম কোর্টে হলফনামায় জানাল কেন্দ্র সরকার।

নিজস্ব চিত্র

সিএএ-র বিরুদ্ধে সুপ্রিমকোর্টে দাখিল হওয়া মামলায় কেন্দ্র সরকার হলফনামায় জানায় যে কোন সার্বভৌম রাষ্ট্রে নাগরিক পঞ্জি অত্যন্ত জরুরী।২০০৩ সালে নাগরিকত্ব সংশোধনী আইন এনে নাগরিকপঞ্জি ও জাতীয় নাগরিক পরিচয় পত্র দেওয়ার প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। দেশে বৈধ নাগরিক, অনুপ্রবেশকারী ও বৈধ ভিসার মাধ্যমে আগত বিদেশী- এই তিন ধরনের মানুষ রয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া কেন্দ্রের দায়িত্ব বলে দাবি করা হয় সেই হলফনামায়।

‌সুপ্রিম কোর্টে নেই নেই করে ১৪০ টি আবেদন জমা পড়েছে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে। গত ২২ শে জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নোটিশ ইস্যু করে কেন্দ্র সরকারকে ৪ সপ্তাহ সময় দেয় জবাবের জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here