সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
গত মঙ্গলবার বিকেল থেকে সারা রাজ্যের মতো গোটা পূর্ব বর্ধমান জেলায় লকডাউন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সংসার চালানো নিয়ে চিন্তায় পড়েন জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রাখতে সাধারণ মানুষ তৎপর ছিলেন।
সাধারণ মানুষের এই অসহায়তার সুযোগ নিয়ে গলসির একটি রাইস মিল রাতারাতি চালের দাম বাড়িয়ে দেয়। এই বিষয়টি গলসি ১ ব্লকের গলিগ্রামের বাসিন্দা মিলন রায়ের নজরে আসে। কারণ রাইস মিল থেকে নিয়মিত চাল নেন তিনি।
আরও পড়ুনঃ ভিড় এড়াতে কড়া নিরাপত্তা শিতলখুচি ব্লকে
রাতারাতি রাইস মিল কর্তৃপক্ষ ছত্রিশ টাকা থেকে চালের দাম চল্লিশ টাকা করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মিলনবাবু দ্রুত গলসি থানার নজরে আনেন বিষয়টি। এই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত যান সেখানে।
অবশেষে মিলে পুলিশি হস্তক্ষেপের পর ভবিষ্যতে যাতে আর কালোবাজারির কোন সুযোগ মিল কর্তৃপক্ষের না থাকে, তা সুনিশ্চিত করে প্রশাসন। এ নিয়ে মিলনবাবুর অভিযোগ,”এই দুঃসময়ে মানুষের পাশে থাকা একান্ত কর্তব্য। অথচ সেই সুযোগে দাম বাড়িয়ে দিচ্ছে চালের। যা অত্যন্ত অনৈতিক”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584