মোহনা বিশ্বাস, কলকাতাঃ
লকডাউনে স্তব্ধ গোটা দেশ। বন্ধ দোকান। সবজি বাজার ও মুদিখানার দোকানগুলি লকডাউনের বাইরে থাকা স্বত্ত্বেও খাদ্যসামগ্রীর মূল্য বাড়িয়ে দিচ্ছে দোকানদাররা। ফলে সমস্যায় পড়ছে মধ্যবিত্তরাও। এহেন পরিস্থিতিতে অনাহারে দিন কাটাতে হচ্ছে দুঃস্থ মানুষগুলিকে।
আরও পড়ুনঃ জরুরি পরিষেবায় কিছু রুটের বাস, অ্যাপ ক্যাব চালু রাজ্য পরিবহণের
এরকম একটা কঠিন সময়ে ওই সকল অসহায় শিশু ও দুঃস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে চায় ‘সুসম্পর্ক’। দুঃস্থদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিতে চায় এই সংস্থা। সেই জন্য এই মহান কাজে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানায় ‘সুসম্পর্ক’।
লকডাউনের সময়ে দুঃস্থদের সাহায্য করতে সকল মানুষ তাদের পাশে থাকবে বলে মনে করেন সংস্থার সদস্যরা। তাই আসুন না ‘সুসম্পর্ক’ এর পাশে দাঁড়িয়ে আমরাও অসহায় শিশু ও দুঃস্থ মানুষগুলোর মুখে হাসি ফোটাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584