পরিযায়ী-পড়ুয়াদের ঘরে ফেরাতে খরচ দেবে রাজ্য সরকার

0
42

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এর আগে পরিযায়ী শ্রমিকদের জন্য ১০৫ টি ট্রেনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ট্যুইটে সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানালেন, তাদের ফেরার খরচ বহন করবে রাজ্য সরকার। স্বরাষ্ট্রসচিবও সেই কথাই জানালেন নবান্নে।মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ট্যুইট করে সেকথা জানিয়েছেন, শ্রমিক স্পেশাল ট্রেনে করে যাঁরা বাড়ি ফিরবেন তাঁদের সব খরচ দেবে রাজ্য সরকার।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

এর জন্য কোনও পরিযায়ী শ্রমিকের কাছ থেকে টাকা নেওয়া হবে না।ট্যুইটের সঙ্গে সরকারের পক্ষ থেকে দেওয়া একটি চিঠিও পোস্ট করেছেন তিনি। সেখানে রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে যে শ্রমিকেরা পশ্চিমবঙ্গে ফিরছেন, তাঁদের যাতায়াতের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর কথার রেশ ধরেই এ দিন নবান্নেও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পর্যটক, তীর্থযাত্রী, ছাত্র-যুব ১৭ লক্ষ মানুষের জন্য একটা ডেটাবেস তৈরি করা হয়েছিল। তার মধ্যে বিশেষ পরিবহণের আবেদন করেছিলেন ২ লক্ষ ৯২ হাজার ৩৯৫ জন। সব রকম ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার প্রতিটি জেলার নোডাল অফিসারকে তালিকা দিয়ে দিয়েছে। সেই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্য ও জেলা ট্রেনে সেই পরিযায়ী শ্রমিকদের তোলা হবে।

letter | newsfront.co

এই লকডাউনের সময়ে ২ লক্ষ ১৫ হাজার ৯১৫ জন এক্সিট পাস নিয়ে এই রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরেছেন। চিঠি দেওয়ার পর আগামী ১৮ মে কলকাতা বিমানবন্দরে ১৬০ জন যাত্রীকে নিয়ে আসছে প্রথম বিমান। প্রতিটি যাত্রীকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। কেউ সরকারি কোয়ারেন্টাইনে চাইলে নিখরচায় থাকতে পারেন, না চাইলে হোটেলেও থাকতে পারেন। সেক্ষেত্রে তাকে রাজ্যের তরফে হোটেলের তালিকা দিয়ে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি জানান, এ দিন উত্তরপ্রদেশের ঔরিয়ায় দুর্ঘটনায় মৃত্যু হওয়া ২৪ জনের মধ্যে ৪ জন শ্রমিক বাংলার। এদের সরকারের পক্ষ থেকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here