ওয়েবডেস্কঃ
গত ২৬শে ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বালাকোটায় হামলার পর প্রথম মুখ খুললেন বায়ু সেনা প্রধান বি. এস. ধানোয়া ।
Air Chief Marshal BS Dhanoa on air strikes: IAF is not in a postilion to clarify the number of casualties. The government will clarify that. We don't count human casualties, we count what targets we have hit or not. pic.twitter.com/Ji3Z6JqReB
— ANI (@ANI) March 4, 2019
সোমবার কয়েম্বাটোরে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান ” হামলায় কতজন মারা গেল সেটা দেখা ভারতীয় বায়ুসেনার কাজ নয় । টার্গেট অনুযায়ী নির্দিষ্ট লক্ষ্য ক্ষেত্রে নিখুঁত ভাবে হামলা করা সম্ভব হলো কিনা খালি সেটাই দেখা হয় । সেই অনুযায়ী এই অভিযান সফল । আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পেরেছি। তবে কত জনের মৃত্যু হয়েছে বা কত জন আহত হয়েছে, সে বিষয়ে সরকার তথ্য দিতে পারবে। ”
আজ এই সংবাদিক সম্মেলনে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান প্রসঙ্গে তিনি বলেন কোন রাজনৈতিক মন্তব্য নয়, বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান ফিরে আসায় তিনি খুশি । তবে চিকিৎসকরা তাঁর শারীরিক সুস্থতার ব্যাপারে সম্মতি জানালে তিনি আবার বায়ু সেনার কাজে যোগ দিতে পারবেন ।
পাশাপাশি তিনি জানান চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাফাল যুদ্ধবিমান ভারতের বায়ু সেনার অন্তর্ভুক্ত হওয়া উচিত ।
উল্লেখ্য, বালাকোটায় ভারতীয় বায়ু সেনার আঘাতের পর বিজেপি চালিত কেন্দ্র সরকারের একাধিক নেতা মন্ত্রী দাবি করেছে প্রায় ২৫০ থেকে ৩০০ জঙ্গি মারা গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে । এই নিয়ে বিরোধীরা বিজেপিকে প্রশ্ন করেছে জঙ্গী হতাহতের সংখ্যা কত ? পাল্টা বিজেপি কংগ্রেসকে আক্রমণ করেছে সার্জিক্যাল স্ট্রাইকের সময়েও কংগ্রেস এই জাতীয় প্রশ্ন করেছিল । জঙ্গী হামলার পর হতাহতের সংখ্যা জানতে চেয়ে কংগ্রেস দেশের শত্রুপক্ষকে সহযোগিতা করছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584