ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আমানত ও বিমা ক্ষেত্রে দেশের সবচেয়ে আস্থাভাজন সংস্থা এলআইসি-তে নিজেদের সত্ত্বের একাংশ বিক্রি বিক্রি করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
২০২০ বাজেট ভাষণে আজ অর্থমন্ত্রী বিলগ্নিকরনের একাধিক পথ দেখিয়েছেন, সরকারের ঘাড়ের উপর থেকে আর্থিক দায় সরাতে এই বিলগ্নিকরনের সিদ্ধান্ত। যার ফলে দেশের একমাত্র রাষ্ট্রায়াত্ত বিমাসংস্থা এলআইসি-র । আমানত ও বিমার ক্ষেত্রে এখনও দেশে সব থেকে আস্থাভাজন এলআইসি। মূলধন বৃদ্ধি হোক বা অবসরকালীন আমানত এলআইসি্তে ভরসা করেন অধিকাংশ দেশবাসী। এখন দেখার যে কেন্দ্রের এই সিদ্ধান্ত মানুষের সেই আস্থায় দোলা দিতে পারে কিনা।
যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে কত পরিমান শেয়ার বিক্রি করা হবে সে বিষয়ে কোন উল্লেখ করেননি। তবে নির্মলার এই ঘোষনার পড়েপড়েই এলআইসি-র হাউসিং ফাইনান্সের শেয়ারমূল্য পাঁচ শতাংশ বেড়ে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584