মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলে ওঁর সম্মানই বাড়বে- সাংবাদিক সম্মেলনে তোপ রাজ্যপালের

0
77

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ডায়মন্ড হারবারের শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলা নিয়ে বৃহস্পতিবার থেকেই তুঙ্গে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে রিপোর্ট দাবি করেছেন, তেমনই রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি কে থেকে বৈঠক করেছেন রাজ্যপাল।

jagdeep dhankhar | newsfront.co
ফাইল চিত্র

তারপর শুক্রবার সকালে বেলা বারোটা নাগাদ রাজভবন থেকে ফের সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যপাল। তার দাবি, যা ঘটেছে তা গণতন্ত্রের পক্ষে লজ্জার। অবিলম্বে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। আর তিনি ক্ষমা চাইলে তার সম্মানই বাড়বে।

শুক্রবার দুপুরে দীর্ঘ সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, ”সংবিধান রক্ষা করা আমার কর্তব্য তার জন্য যতদূর যেতে হয় যাব। রাজ্যের মানুষের জন্য কাজ করাই আমার কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ও সংবিধানের আওতার বাইরে নন। তাঁরও সাংবিধানিক দায়িত্ব রয়েছে। আমি সতর্ক করা সত্ত্বেও রাজ্যে ক্রমাগত আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।”

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা তৃণমূলের রিপোর্ট কার্ড পেশ

বৃহস্পতিবার রাতেই নিজের টুইটার অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর ভাষণের বক্তব্য তুলে ধরেছিলেন রাজ্যপাল। যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি কে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্ত্রী চাড্ডা ফাড্ডা নাড্ডা গাড্ডা সহ একাধিক শব্দে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে দিন সকালে রাজ্যপাল বলেন, ‘একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কীভাবে এমন ভাষা প্রয়োগ করেন। উনি ক্ষমা চাইলে ওরই সম্মান বাড়বে। আপনি এভাবে খেলবেন না। যা ঘটল তা গণতন্ত্রের পক্ষে লজ্জার।

ডায়মন্ড হারবারের সাংসদের আচরণ সংবিধানের জন্য অবমাননাকর। ডায়মন্ড হারবারের মতো ঘটনা যেন আর না ঘটে। ভারতীয়দের কীভাবে বহিরাগত বলছেন, আমি আপনাকে সতর্ক করছি এটা ভয়ঙ্কর পরিস্থিতি। দয়া করে আগুন নিয়ে খলবেন না। আপনি সংবিধান থেকে সরলে আমার দায়িত্ব শুরু হবে। রাজ্যে মানবাধিকার বলে কিছু নেই। মানবাধিকার দিবসে এরকম ঘটনা ঘটল রাজ্যে। রাজ্যের চারদিকে দুর্নীতি, বিরোধীরা প্রতিবাদের জায়গাই পাচ্ছেন না। বিরোধীদের সমস্ত কার্যকলাপ নৃশংসভাবে দমন করা হচ্ছে।”

আরও পড়ুনঃ ১১ মাস পর ফল প্রকাশ, ছাত্র বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

এরপর তিনি আরও বলেন, ”রাজ্যের মুখ্যসচিব, ডিজিপিকে যোগাযোগ করে বলেছি এমন ঘটনা যাতে না ঘটে। কয়েকজন আমলা সরকারি চাকুরী না করে রাজনৈতিক কর্মী হচ্ছেন। ২১ জন আমলার নাম তালিকাভুক্ত করেছি।”কনভয় হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বৃহস্পতিবার বিকেলে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর রাতেই সেই রিপোর্ট ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। জেপি নাড্ডার কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত ছিল না বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে কিছু হওয়ার আগেই রাজ্যপালের সতর্কতামূলক টুইট আর রাতে এত দ্রুত রিপোর্ট পাঠিয়ে দেওয়া নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির দাবি করছে শাসক দল। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে চাননি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here