নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বুধবার এক দিনের সফরে পূর্ব মেদিনীপুর আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জানা গিয়েছে, এই সফরে সঙ্গে থাকছেন তাঁর স্ত্রী সুদেশ ধনকড়। কিছু সময় আগেই নিজের ট্যুইটারে তাঁর পূর্ব মেদিনীপুর সফরের বিষয়ে জানিয়েছেন রাজ্যপাল। ইতিমধ্যেই সাজ সাজ রব পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ৷
সম্প্রতি গত ১৯ ডিসেম্বর মেদিনীপুর শহরের কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে, কোথাও কোথাও সংঘর্ষের খবর পাওয়া গেছে।পটাশপুর, কাঁথি, রামনগর সহ একাধিক জায়গায় বিজেপির কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ ছোট আঙারিয়ার ঘটনায় নিহত জয়ন্ত পাত্রের পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির
সেই সঙ্গে গতকাল সোমবার ভূপতিনগর থানার বাজকুল কলেজে এবিভিপি সমর্থকরা হামলার মুখে পড়েছে বলেও অভিযোগ করা হয়েছে ।যদিও তৃণমূল ছাত্রপরিষদের দাবি, বাজকুল কলেজে তান্ডব চালিয়েছে এবিভিপি সমর্থকরা। এমনকি বাইক পোড়ানো ও বোমাবাজির ঘটনাতেও এবিভিপি সমর্থকদের দিকে আঙুল তুলছে তৃণমূল ছাত্র পরিষদ। যা নিয়ে রীতিমতো চাপা উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে,এরই পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগেও সরব হয়েছেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে ভ্যাকসিন পরিকাঠামো পরিদর্শনে জেলাশাসক
শুভেন্দুর আইনজীবি গতকালই কাঁথি থানার আইসি’কে নিষ্ক্রিয় থাকার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে সূত্রে জানা গিয়েছে।এমনই এক পরিস্থিতিতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের পূর্ব মেদিনীপুর জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যপাল তাঁর ট্যুইটারে জানিয়েছেন, ৬ জানুয়ারী তিনি প্রথমে তমলুকের বর্গভীমা মন্দিরে যাবেন।
সেখান থেকে আর্কিওলজিক্যাল মিউজিয়ামে যাবেন। এরপর দুপুর ১.৩০টা নাগাদ তিনি কোলাঘাটের সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তার নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। শুরু হয়েছে বাড়তি সতর্কতা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584