মুখ্যমন্ত্রীকে ‘বেহায়া মুসলিম তোষণকারী’ বলে উল্লেখ করে পাল্টা চিঠি রাজ্যপালের

0
229

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

নবান্ন রাজভবন পত্র সংঘাত তুঙ্গে। গতকাল রাজ্যপাল জগদীপ ধনখড়ের উদ্দেশ্যে ৫ পাতার চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালই পাল্টা ৫ পাতার চিঠি দিয়ে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দিয়ে বলেন বিস্তারিত আজ জানানো হবে।

Jagdeep and Dhankhar | newsfront.co
গ্রাফিক্স চিত্র

পূর্ব ঘোষণা মত তাই আজ দীর্ঘ ১৪ পাতার চিঠি রাজ্যপালের। আজকের এই দীর্ঘ চিঠিতে তিনি তীব্র আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, ‘বেহায়ার মতো মুসলিম তোষণ করেন।’

চিঠিতে মোট ৩৭টি পয়েন্টে রাজ্যপাল নজিরবিহীন ভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। সংখ্যালঘু তোষণের অভিযোগের পাশাপাশি তিনি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও মুখ্যমন্ত্রীকে শাসিয়েছেন। চিঠিতে রাজ্যপাল দিল্লি নিজামুদ্দিন ইস্যুও তুলেছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য,’ অতি সক্রিয় ‘ রাজ্যপালের উদ্দেশ্যে আম্বেদকরের প্রসঙ্গ টেনে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল মনোনীত এবং মুখ্যমন্ত্রী নির্বাচিত এই প্রসঙ্গ তুলে রাজ্যপাল কে তার সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে ৫ পাতার চিঠি লেখেন। চিঠির প্রত্যুত্তরে পাল্টা ৫ পাতার চিঠি লিখেছিলেন রাজ্যপালও। সাথে জানিয়েছিলেন আগামীকাল অর্থাৎ আজ বিস্তারিত প্রতিজবাব দেওয়া হবে। সেই মত তিনি আজ এই ১৪ পাতার দীর্ঘ চিঠিতে বেশ অপমানজনক ভাবেই মুখ্যমন্ত্রীকে একাধিক ইস্যু নিয়ে বিঁধেছেন।

করোনা আবহের মধ্যে পারস্পরিক সমঝোতায় না গিয়ে কেন রাজ্যপাল সংখ্যালঘু তোষণ, দিল্লী নিজামুদ্দিন প্রসঙ্গ এই জাতীয় বিষয় খাড়া করে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন তা সত্যিই এই কঠিন অবস্থায় অনেকের কাছে দৃষ্টিকটু এবং সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থসম্মত বলে মনে হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here