প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান দুঃখজনক, ট্যুইট রাজ্যপালের

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজ ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যেই নবান্নে সাংবাদিক বৈঠকে ওই প্রকল্পকে ‘বিগ জিরো’ বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে উল্লেখ করে ‘প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান দুঃখজনক’ বলে উল্লেখ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বৃহস্পতিবার বাংলাতেই এই ট্যুইট করে নিজের অভিমত জানান রাজ্যপাল।

Jagdeep Dhankhar | newsfront.co
ফাইল চিত্র

এদিন তিনি ট্যুইট করে বলেন ‘প্রধানমন্ত্রীর তরফে এই প্যাকেজ অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং যুগান্তকারী প্যাকেজ। অর্থনীতি এবং ছোট ব্যবসার জন্য দারুণ হিতকারী। করোনার সুড়ঙ্গ পথ পেরিয়ে আশার আলোকরশ্মির বন্যা দেখা যাবে। মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থান দুঃখজনক। পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়। চক্রান্তকারী নিষ্ক্রিয় হোক-নজর স্বাস্থ্য পিডিএস এবং পরিযায়ীদের সমস্যার ওপর।”

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ কে অশ্বডিম্ব বলে ব্যঙ্গ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এর সাংবাদিক সম্মেলনের পর মুখ্যমন্ত্রীর নবান্ন অভিযোগ করেন, ‘এটা একটা অশ্ব ডিম্ব,বিগ জিরো।’ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বুঝিয়ে দেন, মাত্র ৪.২ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে, যা জিডিপির ২ শতাংশ।

এরপরেই প্রধানমন্ত্রী প্রতি তীব্র ব্যঙ্গাত্মক আক্রমণে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর ভেবেছিলাম অনেক কিছু পাব। কিন্তু এটা শুধুই ভাঁওতাবাজি। কাউকে টাকা দেয়নি। রাজ্যকে দেয়নি, সাধারণ মানুষকেও দেয়নি। এমনিতে ১৫ লক্ষ কোটি টাকা বাকি, এবার তিন লক্ষ কোটি টাকার ঋণ।”

বুধবারের মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে বৃহস্পতিবার টুইট করে দুঃখজনক বলে মন্তব্য করলেন রাজ্যপাল। এর আগে রাজ্যের একাধিক প্রসঙ্গ নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। রেশনের দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে কালোবাজারি এমনকি প্রশাসনিক আধিকারিকদের রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করার আবেদন জানান রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিনও মুখ্যমন্ত্রীর অবস্থান যে তিনি ভালোভাবে নেননি, তা টুইটের মাধ্যমে বুঝিয়ে দেন রাজ্যপাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here