সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রীকে ডাকবেন রাজ্যপাল দাবি সৌমিত্রর, জানল কী করে প্রশ্ন সৌগতর

0
143

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁ-এর, তিনি বলেছেন, “যে কোনও সময় রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডাকতে পারেন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে।“

Saumitra Khan | newsfront.co
সৌমিত্র খাঁ

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিধায়ক মিহির গোস্বামী। এমন টালমাটাল পরিস্থিতিতে বঙ্গ বিজেপির যুব মোর্চা সভাপতির এই মন্তব্য জন্ম দিয়েছে বেশ কিছু রাজনৈতিক জল্পনার।

Saugata Roy | newsfront.co
সৌগত রায়

গেরুয়া শিবির থেকে প্রায় প্রতিদিনই কোনো না কোন তৃণমূল নেতার নাম উঠে আসছে যাঁরা নাকি বিজেপিতে যোগ দেওয়ার পথে পা বাড়িয়ে আছেন, তেমনই সৌমিত্র খাঁ দাবি করেছিলেন, সুব্রত মুখোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ-সহ একদল মন্ত্রী বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছেন, তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। তৃণমূলের ৫৮ জন বিধায়ক সেই তালিকায় রয়েছেন।

আরও পড়ুনঃ ২১শের ভোটের আগে ফের চর্চায় মদন মিত্র

রবিবার এক চাঞ্চল্যকর দাবি করেন সৌমিত্র খাঁ, তিনি বলেন, যেভাবে তৃণমূল বিধায়করা দল বদল করছেন তাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে যে কোনও সময় রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ডাকবেন হয়তো।

এই প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, রাজ্যপালের এমন অসাংবিধানিক কাজের সম্ভাবনা সম্পর্কে সৌমিত্র অবগত হলেন কিভাবে? প্রয়োজনীয় সংখ্যার অনেক বেশি বিধায়ক সরকারের সঙ্গে রয়েছে, সংখ্যাগরিষ্ঠ কোনও সরকারের সঙ্গে এমন আচরণ কি আদৌ করা যায়! তৃণমূলের হাতে রয়েছে ২১৮ জন বিধায়ক।

আরও পড়ুনঃ ভাইপো বলছি না, খোকাবাবু বলছি! নাম না করে অভিষেককে বিঁধলেন দিলীপ ঘোষ

তৃণমূল কগ্রেস সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ প্রসঙ্গে সৌমিত্রর দাবির আগেই অবশ্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, আগামী একমাসের মধ্যে তৃণমূল দলটাই উঠে যাবে। তৃণমূলের কাছে ডিসেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোন বিদ্রোহী নেতাকে বহিষ্কার করতেও ভয় পাচ্ছে তৃণমূল নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তাই হয়েছে, দাবি দিলীপ ঘোষের। বঙ্গ বিজেপির সভাপতির মন্তব্যের পরেই সৌমিত্র খাঁর চাঞ্চল্যকর দাবি রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here