শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
চিনে তৈরি ইলেকট্রিক গাড়ি ভারতে বিক্রি করা যাবে না, ভারতে গাড়ি প্রস্তুত করুক এলন মাস্কের সংস্থা ‘টেসলা’। শুক্রবার ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ-২০২১’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষে নিতিন গড়করির সঙ্গে এই বিষয়ে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে টেসলা-র সিইও এলন মাস্কের।
গড়করি এদিন বলেন, “আমি টেসলা-কে বলেছি তাদের যেকোন সহায়তা দিতে সরকার প্রস্তুত। কিন্তু চিনে তৈরি বৈদ্যুতিক গাড়ি ভারতে বিক্রি করা যাবে না। বরং ভারতে উৎপাদিত গাড়ি বিদেশে রপ্তানি করা উচিত। ভারতে তৈরি টাটা মোটরস এর বৈদ্যুতিক গাড়ি যথেষ্ট উন্নত মানের। টেসলা তাদের আইকনিক ইলেকট্রিক গাড়ি ভারতে তৈরি করুক।“ মন্ত্রী আরো জানান যে ভারতে ইলেকট্রিক যানবাহনে আমদানি শুল্ক কমানোর দাবি করেছে টেসলা। এবং এ বিষয়ে টেসলা কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রের আলোচনা এখনো চলছে।
আরও পড়ুনঃ ১৮ হাজার কোটি টাকার দরপত্র গ্রাহ্য, ৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়া যাচ্ছে টাটা গোষ্ঠীর হাতে
কেন্দ্রীয় মন্ত্রী জানান, টেসলা-র পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়েছে গাড়ির মূল্য নির্বিশেষে বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক ৪০ শতাংশ করা হোক এবং বৈদ্যুতিক গাড়ির উপর ১০ শতাংশের সামাজিক কল্যাণ সারচার্জ প্রত্যাহার করা হোক।
আরও পড়ুনঃ অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ফের ভারত-চিন সেনা সংঘর্ষ
পাশাপাশি সংস্থা এও বলেছে যে, তারা বিক্রয়, পরিষেবা এবং চার্জিং পরিকাঠামোতে উল্লেখযোগ্য পরিমাণ সরাসরি বিনিয়োগ করবে; এবং এর গ্লোবাল অপারেশনের জন্য ভারত থেকে ক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584