শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা রোগী সুস্থ হয়ে গেলেও অনেক সময়ে তাদের পড়তে হচ্ছে একাধিক সঙ্কটে। ফেরার পর তাদের এলাকায় ঢুকতে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। অনেকে সুস্থ হয়েও অজ্ঞাতবাসে থাকতে বাধ্য হচ্ছেন। এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে এবার করোনা রোগীর হাসপাতাল থেকে ডিসচার্জ সার্টিফিকেটে স্পষ্টভাবে ‘করোনা নেগেটিভ’ লিখে দিতে নির্দেশ দিল স্বাস্থ্যভবন। নবান্নের নির্দেশে স্বাস্থ্যভবনের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে বলে সূত্রের খবর।
সম্প্রতি বেনিয়াপুকুরে এক বৃদ্ধা করোনা নেগেটিভ হওয়া সত্ত্বেও তার দেহ ১৮ ঘন্টা আটকে রেখেছিলেন প্রতিবেশীরা। পর্ণশ্রীতে একই ভাবে পর্ণশ্রীর একে পাল রোডেও ৮ ঘন্টা পড়ে থাকে করোনা নেগেটিভ এক বৃদ্ধের দেহ।
শুধু এই ২ জায়গায় নয়, শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা বারবার ঘটে চলেছে। নবান্নের পর্যবেক্ষণ, এতে রোগী ও তার পরিবারের ব্যক্তিগত ও সামাজিক সুরক্ষাও নষ্ট হচ্ছে। এমনকি অযথা আতঙ্কে হয়রানি হচ্ছে স্থানীয় মানুষজনের। সেই জন্য স্থানীয় মানুষজনের মনের সন্তুষ্টির এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশ দিল নবান্ন।
আরও পড়ুনঃ লালবাজারের অদূরে বিপুল জাল স্যানিটাইজার, পাকড়াও ২
আরও বলা হয়েছে, করোনা নেগেটিভ রোগী তাঁর বাড়িতে নির্বিঘ্নে প্রবেশ করা থেকে নিশ্চিন্তে কম করে সাতদিন ঘরে বিশ্রাম নেন। কোনওভাবে যাতে সেই রোগীকে বিরক্ত না করা হয়। করোনা রোগীকে হেনস্থা না করার বিষয়ে এর আগে একাধিক বার নবান্নে মৌখিক ভাবে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও কাজ না হওয়ায় এই নির্দেশ জারি করা হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584