ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
মঙ্গলবার কেন্দ্রীয় সরকার আরও ৬ মাসের জন্য গোটা নাগাল্যান্ডকে ‘উপদ্রুত এলাকা’ ঘোষণা করল।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রক এক নোটিফিকেশন জারি করে জানায় যে গোটা নাগাল্যান্ডই এমনভাবে উপদ্রুত ও বিপদগ্রস্ত যে মানুষের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনীর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়।
৬ দশক ধরে নাগাল্যান্ডে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট (AFSPA-আফস্পা ) লাগু রয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উপস্থিতিতে ২০১৫ সালে ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড ও সরকারের মধ্যে ফ্রেমওয়ার্ক চুক্তি হলেও আফস্পা ওঠেনি।
এই আফস্পা আইনি বলে সশস্ত্র বাহিনী রাজ্যের আইনকানুন বজায় রাখার জন্য তল্লাশি গ্রেপ্তার ও প্রয়োজনে গুলি চালাতে পারে।
কিন্তু বেশ কিছু মানবাধিকার সংগঠন এই আইন তুলে নেওয়ার পক্ষে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584