নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
লকডাউনের মধ্যেই হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের মূল্যায়ণ। শনিবার একথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দফতর। ওই সুপারিশপত্রে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন কোনও পরিস্থিতিতেই ক্যাম্পাসের ভিতরে কোনও পরীক্ষার আয়োজন করতে পারবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই বিকল্প মূল্যায়ণ পদ্ধতিতে নম্বর দেওয়া হবে পড়ুয়াদের।
রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো হয়েছে ওই সুপারিশপত্র। তাতে লেখা রয়েছে, এখনও পর্যন্ত পরীক্ষাগুলিতে যে পড়ুয়া গড়ে যত নম্বর পেয়েছেন তার ৮০ শতাংশে বৈধ বলে ধার্য করতে হবে। তার সঙ্গে শিক্ষকরা আভ্যন্তরীণ মূল্যায়ণের ২০ শতাংশ নম্বর দিতে পারবেন। এভাবেই হবে পড়ুয়াদের মূল্যায়ন। এই পদ্ধতিতে মূল্যায়ণ করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে।
আরও পড়ুনঃ বিধানসভার আগে তৃণমূলের নতুন ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’
উল্লেখ্য, শুক্রবারই উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা আপাতত বাতিল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মূল্যায়ণ বিধি তৈরি হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।
পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দফতর কলেজ বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ণ পদ্ধতি নিয়ে যে নির্দেশিকা জারি করেছে তাতে আরও বলা হয়েছে যে, কেউ যদি এই মূল্যায়ণে অসন্তুষ্ট হয় তাহলে সে পরে পরীক্ষায় বসার সুযোগ পাবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই স্বীকৃতি দেবে বিশ্ববিদ্যালয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584