কালনা ২ সরকারি উদ্যোগে অপুষ্ট শিশুদের স্বাস্থ্য পরীক্ষা

0
54

শ্যামল রায়,কালনাঃ

শুক্রবার কালনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও হলঘরে ব্লকের অধীন সমস্ত গ্রাম পঞ্চায়েতের কাজের নিরিখে পুরস্কার দেওয়া হল ব্লকের তরফ থেকে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু মহকুমাশাসক নিতেশ ঢালী সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া জেলা পরিষদের উন্নয়ন কমিটি সদস্য প্রণব রায় সহ অনেকে।
এদিন ৪১ জন শিশু অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের পরীক্ষা-নিরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসকরা।

নিজস্ব চিত্র

এছাড়াও ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ধরনের উন্নয়নমুখী কাজের মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া জানান যে পুরস্কার দেওয়ার অর্থ হলো কাজেরগতিকে আরও বাড়িয়ে দেওয়া এবং সরকারি পরিকল্পনার কথা সকলের কাছে পৌঁছে দেওয়ার এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here