শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌছে দিতে চাইছে তৃণমূল সরকার। আর মানুষ তৃণমূলকে ভোট দিয়ে ফের ক্ষমতায় আনবেন কিনা, সেটা এখন স্পষ্ট হবে আগামী নির্বাচনে।
কিন্তু তার আগে রাজ্য সরকারের তরফে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ হাতে পেয়ে তাহার ছাড়া করতে রাজি নন রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী এদিন নিজেই টুইট করে দাবি করেছেন, প্রকল্পের প্রথম দিনেই জমা পড়েছে প্রায় ৩ লক্ষের বেশি আবেদনপত্র। এই বিপুল উৎসাহ দেখে অভিভূত সরকারি আধিকারিকরা।
রাজ্যবাসীর এই বিপুল উৎসাহের কথা জানিয়ে টুইটে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সরকারি পরিষেবার সুযোগ নিতে সবাই আরও বেশি করে প্রশাসনিক ক্যাম্পে যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করতে নয়া স্কলারশিপ আনলেন সোনু সুদ
এটা রাজ্যবাসীর নিজস্ব অধিকার বলে দাবি করে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে মোট চার দফায় কোন কোন সময়ে ক্যাম্প বসবে, টুইটারে এ দিন তা-ও রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। আর সেই সূচনার কয়েক ঘণ্টার মধ্যেই টুইট করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ফের বিশদে জানিয়েছেন এই কর্মসূচির বিষয়ে। রাজ্যের ৩৪৪টি ব্লকে মোট ২০ হাজার ক্যাম্প করা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছিল।
আরও পড়ুনঃ সারদা মামলায় নয়া ভয়েস রেকর্ডিং পেল সিবিআই
খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জোহার, কৃষকবন্ধু এবং ১০০ দিনের কাজ— এই সবক’টি প্রকল্পের সুবিধাই ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ক্যাম্পগুলি থেকে পাচ্ছেন মানুষ। এই সব প্রকল্প বা সরকারি পরিষেবার বিষয়ে কোনও অভিযোগ থাকলে, সে সবও সেখানে জমা নেওয়া হচ্ছে।
এই দফায় ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পগুলি চলবে। পরের দফায় চলবে ১৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। তৃতীয় দফায় ক্যাম্প বসবে ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। আর শেষ দফায় ১৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি। এর আগে নবান্নে মুখ্য সচিব এই দিনগুলি জানালেও এদিন টুইটে ফের একবার মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584