নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মস্ত দুশ্চিন্তার অবশান ঘটল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বুধবার রাজস্থানের কোটার থেকে লকডাউনে আটকে পড়া ৭৪ জন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। রাজ্য সরকার তরফ থেকে অবিভাবকদের কাছে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ উৎকন্ঠার পর রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি উত্তর দিনাজপুর জেলার ৭৪ জন ছাত্রের পরিবার।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ৭৪ জন ছাত্র উচ্চশিক্ষার জন্য রাজস্থানে কোটায় গিয়েছিলেন। এদের মধ্যে কেউ ডাক্তারি কেউ আবার ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করছে। গত ২৯ মার্চ পড়া শেষ করে তাদের বাড়িতে ফেরার কথা ছিল।
আরও পড়ুনঃ লকডাউনে যৌনকর্মীদের পাশে দাঁড়ালো ‘প্রত্যয়’
কিন্তু লকডাউনের কারণে তাঁরা কোটাতেই আটকে পড়েন। লকডাউনে আটকে পড়ায় প্রায় সমস্ত রাজ্যের ছাত্রছাত্রীদের সরকারি উদ্যোগে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষাকেন্দ্রের হোষ্টেলে আটকে আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা। যাদের মধ্যে উত্তর দিনাজপুর জেলার ৭৪ জন ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584