১ কোটি ৩৪ লাখ পরিযায়ী শ্রমিক সরকারি ত্রাণের মুখাপেক্ষি সুপ্রিমকোর্টে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

0
52

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

পরিযায়ী শ্রমিকদের পক্ষে আইনজীবী আলাখ শ্রীবাস্তবের করা আবেদন অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা রুজু হয়। হলফনামা আকারে পূর্ণাঙ্গ রিপোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সুপ্রিম কোর্টে জানায় ৯ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় ১,৪৯,৮৯১ জন পরিযায়ী শ্রমিক সুবিধা পেয়েছে।

Migrat workers | newsfront.co
প্রতীকী চিত্র

পাশাপাশি রিপোর্টে আরও জানানো হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মোট ৯৭৮ টি ক্যাম্পে প্রায় ১৪.৩ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের সুবিধার্থে ২,২২৫ টি খাবার বিলির ক্যাম্প খোলা হয়েছে। প্রত্যহ সেখান থেকে ১.৩৪ কোটি মানুষকে খাবার বিলি করা হচ্ছে।

রাতারাতি লকডাউন ঘোষণার ফলে প্রথম থেকেই দেশ জুড়ে ভোগান্তিতে বহু পরিযায়ী শ্রমিকের দল। সময় পাওয়ার পরেও কোনো রকম পূর্ব প্রস্তুতি বা পূর্ব ঘোষণা ছাড়ায় লকডাউন ঘোষণা দেবার পর থেকে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের তোপের মুখে পড়েছে বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here