নিউ নর্মাল পরিস্থিতিতে দুর্গাপুজো, গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা মহামারির মধ্যেই হতে চলেছে এবারের দুর্গাপুজা। তাই পুজোর মাসখানেক আগেই এবার এই নিয়ে গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার। যদিও এটিকে প্রাথমিক খসড়া হিসেবে চিহ্নিত করা হলেও এটিই চূড়ান্ত হিসেবে চিহ্নিত হতে চলেছে।

Durgapujo | newsfront.co
ফাইল চিত্র

প্রত্যেক বারের মতন লাইন দিয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখা যাবে না, ঘোরা যাবে না, তা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বড় বড় পুজো কমিটিগুলি জানিয়ে দিয়েছে, তারা এবার অন্যবারের মতো আড়ম্বরে পুজো করবে না। আর এসবের মাঝেই দুর্গা পুজোর গাইডলাইন প্রকাশ করল রাজ্য সরকার।

তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই বিশেষ দুর্গাপুজোর নিয়ম-

এই নির্দেশিকা অনুসারে, পুজো প্যান্ডেলে একসাথে সাত জনের বেশি দর্শনার্থী ঢুকতে পারবেন না।

পাশাপাশি, ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রত্যেক দর্শনার্থীর মুখে মাস্ক থাকা আবশ্যিক। সঙ্গে সবসময় স্যানিটাইজার রাখতে হবে, প্রয়োজন মত তা ব্যবহারও করতে হবে। পুজো মণ্ডপে একে অপরের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মন্ডপে একেবারেই ভিড় করা যাবে না।

প্রতিমা গঠনের ক্ষেত্রেও রয়েছে বিধি নিষেধ। কোনো প্রতিমার উচ্চতা ৪ ফিটের বেশি হওয়া যাবে না। আগের বারের মতো বিশাল বিশাল মূর্তি কোনওভাবেই বসানো যাবে না।

আরও পড়ুনঃ দুর্গাপুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা সাহায্য, বিদ্যুৎ-সহ একাধিক ক্ষেত্রে ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর বন্দোবস্ত করার জন্যও আগে জেলাশাসকের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি জেলাশাসককেও পুজোর আয়োজন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

পূজা উপলক্ষে অন্যান্যবারের মতো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা জলসার আয়োজনও করা যাবে না। এমনকি দশমীর দিনে প্রতিমা ভাসানের সময়েও জাঁকজমক করা যাবে না, মাইক অথবা ডিজে বাজানো যাবে না। পূজোর শুরু থেকে আরম্ভ করে প্রতিমা বিসর্জন অব্দি নিতান্ত সাধারণ ভাবেই পালন করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here