নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জঃ
এখন আর গ্রামের মানুষদের ছুটতে হয় না জেলা প্রশাসনের কাছে জেলা প্রশাসন এখন ছুটে আসছে গ্রামেগঞ্জে মানুষের কাছে।হ্যাঁ এমনই এক অভিনব দৃশ্য দেখা গেল রাজ্য প্রথম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সাহেব ঘাটা যেখানে আজ রাজ্য সরকারের সমস্ত দফতর এবং সেই দফতরের আধিকারিকরা মানুষের কাছে এসে তাদের সমস্যা সেখানেই সমাধান করছে।
রাজ্য সরকারের কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী থেকে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রকল্প সুবিধা নিতে মানুষও আজ হাজির সেই সায়েব ঘাটা হাইস্কুলে। অভিনব এই মিলনমেলায় জেলা প্রশাসনকে কাছে পেয়ে ভীষণ খুশি এলাকার মানুষরা।তাদের বক্তব্য এতদিন সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে গ্রাম থেকে ৪০ কিলোমিটার দূরে তাদের ছুটে যেতে হতো।আজ সেই জেলা প্রশাসনের কর্মকর্তারা ছুটে এলেন তাদের কাছে।কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী থেকে সবুজ সাথী সব দফতর হাজির হয় তারা যেমন একদিকে এই প্রকল্প গুলি জানতে পারছে তেমনি এই প্রকল্পের সুবিধা গুলি অনেকেই আজ এখান থেকেই পেয়ে গেছে ফলে এমন অভিনব প্রশাসনের ভূমিকায় তারা ভীষণ খুশি।জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প গুলি উত্তর দিনাজপুর জেলার সঠিকভাবে রূপায়িত হয় এবং মানুষ সেই সুবিধা গুলি দ্রুত পায় তার জন্য রাজ্যে প্রথম উত্তর দিনাজপুর জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুনঃ অনুর্ধ্ব সতেরো ফুটবল খেলতে উত্তর দিনাজপুরের দল মুর্শিদাবাদগামী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584