নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতির মধ্যে এবার গর্ভবতী মহিলাদের সাহায্যার্থে এগিয়ে এল পশ্চিমবঙ্গ ক্লিনিকাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন।
এক কড়া নির্দেশিকায় রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোকে জানানো হয়েছে, যদি কোনও গর্ভবতীর নাম আগে থেকেই ওই হাসপাতালে চিকিৎসার জন্যে নথিভুক্ত থাকে তবে তিনি করোনায় আক্রান্ত হলেও তাঁকে ভর্তি নিতে হবে।
বেসরকারি হাসপাতালগুলোতে প্রসবের জন্যে আগে থেকে নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও কোনও গর্ভবতী করোনা পজিটিভ হিসাবে ধরা পড়লে তাঁকে ভর্তি নেওয়া হচ্ছে না। আগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে কমিশনের কাছে এমন বহু অভিযোগ এসেছে। এবার নড়েচড়ে বসেছে স্বাস্থ্য কমিশন।
আরও পড়ুনঃ ছায়া মহামারি রোধে সিট গঠন হাইকোর্টের
সোমবার কমিশনের তরফ থেকে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, “একজন গর্ভবতী মহিলার নাম আগে থেকেই কোনও হাসপাতালে চিকিৎসার জন্য নথিভুক্ত থাকলে, তাঁকে শুধুমাত্র করোনা পজিটিভ বলে ভর্তি না করে হাসপাতালগুলো ফেরাতে পারবে না।”
আরও পড়ুনঃ মুম্বাইয়ে বস্তি এলাকায় ৫৭% মানুষের দেহে তৈরি হয়েছে অ্যান্টিবডি
পাশাপাশি ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, “কোনো হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো না থাকায় নিতান্তই যদি কোনও করোনা আক্রান্ত প্রসূতিকে ভর্তি করা না যায় তবে তাঁকে অন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে ওই হাসপাতাল কর্তৃপক্ষকেই। সেক্ষেত্রে অন্তত ৩টি বিকল্প দিতে হবে রোগীকে। এক্ষেত্রে যদিও প্রসূতিকেই দিতে হবে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার খরচ।”
উল্লেখ্য, দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৩৪ জন। তবে, এই সময়ের মধ্যে সুস্থ হয়েও উঠেছেন ২১০৫ জন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা যেখানে ৬২,৯৬৪, সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মাত্র ১৯,৪৯৩ জন। অর্থাৎ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪২,০২২ জন। ফলে রাজ্যে করোনা থেকে সুস্থতার হার বেড়ে এখন ৬৬.৭৪% তে পৌঁছেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584