লকডাউনে রাজ্যে ফিরতে/ বেরোতে হলে অথবা শহরে সঙ্গে রাখতে হবে ই-পাস, আবেদন করুন এখানে

0
788

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউনের ৪০ দিন পর বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। শহরের বেশ কিছু জায়গায় শর্ত সাপেক্ষে দোকান খোলার অনুমতি মিলেছে। বেশ কিছু অফিসও খোলাও থাকবে বলে জানানো হয়েছে। যদিও এক্ষেত্রে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে অফিসের ২৫ শতাংশ লোক নিয়েই অফিস খোলা রাখতে বলা হয়েছে। আর যারা ভিনরাজ্য থেকে এ রাজ্যে আসবেন, অথবা ভিন রাজ্যের বাসিন্দা হয়েও এ রাজ্যে আটকে আছেন, বাড়ি ফিরতে চান, তাদের জন্য বিশেষ ই-পাসের ব্যবস্থা করতে ওয়েবসাইট লিংক দিল রাজ্য সরকার।

Notice | newsfront.co

জানানো হয়েছে, wb.gov.in এ ক্লিক করলে ভিন রাজ্য থেকে এ রাজ্যে প্রবেশ করার জন্য পাস পাওয়া যাবে। আর http://202.61.117.163/Interstatepass/aspx/signin.aspx—এই লিংকে ক্লিক করলে এ রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার পাস পাওয়া যাবে। বাইরে থেকে যারা ফিরছেন, সর্বোচ্চ ৪ জন একটা গাড়িতে, তাদেরই প্রবেশ পাস দেওয়া হবে। বড় গ্রুপ যারা ট্রেনে ফিরবেন, তাদের সময়তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

Helpline | newsfront.co

সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নোডাল অফিসার পিবি সেলিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যবস্থা করে দেবেন। তার হোয়াটসঅ্যাপ নম্বর ৯৮৩০১৫৪১০১ বা ল্যান্ডলাইন ০৩৩-২৩৫৬১০৭৫ এ যোগাযোগ করতে হবে। এছাড়া টোল ফ্রি নম্বর ১০৭০ বা ইমেল wbcmro3@gmail.com এও যোগাযোগ করা যেতে পারে। ই-মেল পাঠালে পশ্চিমবঙ্গ প্রশাসনের তরফ থেকেই যোগাযোগ করা হবে।

Helpline | newsfront.co

রাজ্য সরকারের নির্দেশ মত যারা কলকাতা শহরের রাস্তায় বেরবেন তাদের জন্য কলকাতা পুলিশের তরফে ট্যুইট করে ই-পাসের কথা জানানো হয়েছে। তাদের যাতে শহরের রাস্তায় হয়রানির স্বীকার হতে না হয় তার জন্য মঙ্গলবার সকাল ৭ থেকেই সেই পাসের আবেদন করা যাচ্ছে বলে জানানো হয়েছে। যদিও যারা কলকাতা এলাকার মূলত তারাই কলকাতা পুলিশের এই ই-পাসের সুবিধা পাবেন।

নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতেই এই পাস মিলবে। এই পাস শুধুমাত্র সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বৈধ থাকবে। এদিন টুইট করে জানানো হয়েছে যারা এই পাসের অনুমতি চাইবেন তাদের নিদিষ্ট একটি লিঙ্কে গিয়েই অনুমতি চাইতে হবে। লিঙ্কটি হল- coronapass.kolkatapolice.org যদিও একটি গাড়ির মধ্যে চালক ছাড়া আরও ২ জনই মাত্র যেতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here