ঝাড়খন্ড মডেলে এরাজ্যে সরকারি মদের দোকান,আশঙ্কায় মদ ব্যবসায়ী

0
128

শ্যামল রায়,নবদ্বীপঃ

বিশেষ সূত্রে জানা গিয়েছে যে সরকার মদের দোকান খুলবে। আরো জানা গিয়েছে ঝাড়খন্ড মডেল অনুসরণ করতে চলছে বর্তমান সরকার।তাই মদের লাইসেন্সধারী ব্যবসায়ীদের অভিযোগ এবারে বোধহয় তাদের ব্যবসা লাটে উঠবে।
আশঙ্কায় ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েছেন।
রাজ্যের প্রতিটি জেলায় প্রচুর লাইসেন্স ভুক্ত মদের দোকান রয়েছে। নদীয়া জেলাতেও এই সংখ্যা নেহাত কম নয়। নদীয়া জেলা সংলগ্ন কাটোয়া মহকুমা জুড়েই রয়েছে প্রচুর সরকারি লাইসেন্স ভুক্ত মদের দোকান।সরকারের এই ধরনের প্রক্রিয়া শুরু হতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের।
সরকার মদের দোকান খুলবে তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন লাইসেন্স ভুক্ত মদ ব্যবসায়ীরা।
অনেকেরই আশঙ্কা এতে তাদের ব্যবসার ক্ষতিতো হবেই দোকান ও বার বন্ধ হয়ে যেতে পারে।মদ ব্যবসায়ীদের সংগঠনের তরফ থেকে জানা গিয়েছে যে ঝাড়খন্ডে প্রথমে সরকার এভাবে সরাসরি নিজেই মদের দোকান খুলেছিল। তারপরে বেসরকারি ক্ষেত্রে লাইসেন্স নবীকরণ করেনি‌।
এরাজ্যে সরকারও কি একই পথে হাঁটতে চাইছে? প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা?
প্রসঙ্গত প্রকাশ্যে কেউ এই মুহূর্তে কোন মন্তব্য করতে চাননি।কিন্তু ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েছেন বলে খবর। মদের লাইসেন্স ভুক্ত ব্যবসায়ীদের সংগঠনের নেতৃত্ব আশঙ্কা করছেন যে সরকার নিজে যখন মোদের ক্ষুদ্র ব্যবসায় নামছে তখন আমাদের ব্যবসার ভবিষ্যৎ নিয়েও একটা আশঙ্কা তৈরি হচ্ছেই।নদীয়া জেলার দেশি বিদেশি মিলিয়ে মদের দোকান রয়েছে ২৫৭টি।প্রতি মাসে মোটা টাকার মদ বিক্রি হয়।লাভ হয় সেই অনুপাতে।মদ ব্যবসায়ীদের বড় অংশের মতে জানা গিয়েছে যে খুচরো ব্যবসায় মোটামুটি ছয় থেকে সাত শতাংশ লাভ থাকে।জানা গিয়েছে রাজ্য সরকার রাজ্যজুড়ে মদ বিক্রি থেকে প্রায় ২৭ হাজার কোটি টাকা অতিরিক্ত লাভ করেছে।এত বড় লাভের মুখ দেখার পর এই সরকারও নিজেরাই ব্যবসায় নামতে চাইছে বলে খবর।তবে সরকার আদৌ মদের দোকান খুলবে কিনা এর পক্ষে কোন মতামত পাওয়া যায়নি।নবদ্বীপ শহর ও পূর্বস্থলী কালনা কাটোয়া মহকুমা জুড়েই রয়েছে একাধিক লাইসেন্স যুক্ত মদের দোকান।সামনেই পুজো এমনকি নবদ্বীপ শহরেওরাস উপলক্ষে কয়েকদিনের মধ্যেই কোটি কোটি টাকা বিক্রি হয়।তাই মদ বিক্রেতারাও লাভ পেয়ে থাকেন তার থেকে ব্যবসা বন্ধ হয়ে গেলে কি করবেন চিন্তায় পড়ে গেছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ একমাসে ধরে কাটোয়া মহকুমা হাসপাতালে বিকল এক্স-রে মেশিন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here