রেশন দুর্নীতিতে ১০ দিনে ৬৩৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজ্য, রিপোর্ট পেশ খাদ্য দফতরের

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মহামারী পরিস্থিতিতে যাতে সকলে রেশন পান, তার জন্য প্রথম থেকেই সক্রিয় ছিল সরকার। কিন্তু দুর্নীতি করার অভিযোগ ওঠে রেশন ডিলারদের একাংশের বিরুদ্ধে। আর তা নিয়েই বিরোধী দল থেকে রাজ্যপাল সকলেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সরব হন।

ration | newsfront.co
প্রতীকী চিত্র

যদিও রেশন দুর্নীতি রুখতে খাদ্যসচিবকে বদলি-সহ বিভিন্ন রেশন দোকানে সারপ্রাইজ ভিজিটের মত একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেও স্বরাষ্ট্রসচিব নবান্নে হিসেব পেশ করে জানিয়েছেন, রেশন দুর্নীতি রুখতে কতটা সক্রিয় রাজ্য। এবার ফের ১০ দিনের হিসেবে রিপোর্ট পেশ করে রাজ্য জানাল, গত ১০ দিনে ৬৩৮ জন রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ করতে পারবে চা-বাগানগুলি, অনুমতি দিল রাজ্যসরকার

রেশন দুর্নীতি রুখতে কতটা সক্রিয় প্রশাসন, তা বোঝাতে সোমবার সাংবাদিকদের সামনে একটি বিশেষ রিপোর্ট পেশ করল খাদ্য দফতর। পরিসংখ্যান বলছে, ১ মে থেকে ১০ মে পর্যন্ত দুর্নীতির অভিযোগে শোকজ করা হয়েছে ৪৪৫ জন রেশন ডিলারকে। সাসপেন্ড করা হয়েছে ৬৯ জনকে। জরিমানা হয়েছে ২৯ জনের। আইনি ব‍্যবস্থা নেওয়া হয়েছে ৫১ জনের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে ১৩ জন ডিলারকে।

ডিলার ছাড়াও রেশন দুর্নীতিতে যুক্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ১ জনকে। মোট ৬৩৮ জনের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, রেশন নিয়েছেন মোট ৮ কোটি ৮ লক্ষ ৮৯ হাজার ৫৪৫ জন অর্থাৎ রাজ্যের ৮১.৩৪ শতাংশ মানুষ। রাজ্যের কোনও মানুষ যাতে রেশনের সুযোগ থেকে বঞ্চিত না হন, তার জন্য সরকার যে সব রকম ভাবে সক্রিয় ভূমিকা পালন করছে, এদিনের রিপোর্ট দিয়ে সেটাই প্রমাণ করতে চাইল খাদ্য সরকার। যদিও এই রিপোর্ট কতটা সত্যি, শুধু সংখ্যা না বলে বিস্তারিত রিপোর্ট কেন পেশ করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছে বিরোধীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here