শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনার কারণে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারছেন না অনেক রোগীরাই। এবার তার মুশকিল আসানে নয়া পন্থার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কোভিড সংক্রমণ হোক বা যে কোনও শারীরিক অসুস্থতা, ‘টেলি মেডিসিন’ পদ্ধতির মাধ্যমে কলকাতা-সহ বাংলার যে কোনও জায়গায় ফোনের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি জেনে নিতে পারবেন রোগীরা।
প্রসঙ্গত, করোনা মহামারীর সময়ে সাধারণ রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, এমন অভিযোগ উঠছিল বহুদিন ধরেই। এমনকি বিভিন্ন সময়ে করোনা রোগী হয়েও হাসপাতালে ভর্তি হতে না পারা এবং হেনস্থার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোগী ফেরালে কড়া ব্যবস্থা এবং লাইন্সেস বাতিলের হুশিয়ারি পর্যন্ত দিয়েছে স্বাস্থ্য দফতর। কিন্তু ট্রেন বন্ধ থাকায় জেলার অনেকে এখনও কলকাতায় চিকিৎসকের পরামর্শ নিতে আসতে পারছেন না। এমনকি রোগীদের ক্লিনিকে বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ারও সমস্যা হচ্ছে।
আরও পড়ুনঃ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ করতে উদ্যোগ শিক্ষা দফতর
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রোগীদের কাছ থেকে এই অভিযোগ আসছিল অনেকদিন ধরেই। সেই জন্যই এই টেলি মেডিসিন পরিষেবা চালু করা হল, যেখানে রোগীরা বাড়িতে বসেই অভিজ্ঞ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারবেন। তবে সব সময়ে চিকিৎসকরা ফোন ধরবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও রোগীরা কথা বলতে পারবেন।
আরও পড়ুনঃ লকডাউনে বেড়েছে বাল্যবিবাহের হার, পুলিশকে তদন্তের নির্দেশ হাইকোর্টের
মুখ্যমন্ত্রী বলেন, এর জন্য বিশেষ একটা পদ্ধতি চালু করা হচ্ছে। আগামী বুধবার বেলা ১২টা থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে। প্রথমে একটা নম্বর চালু হবে, যেখানে ফোন করে পরামর্শ নিতে পারবেন রোগীরা। পরে সমস্ত জেলাকেই যোগ করা হবে। পরে আস্তে আস্তে প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা টেলি মেডিসিন ব্যবস্থা চালু করা হবে। খুব জটিল পরিস্থিতি হলে সেক্ষেত্রে অন্য ব্যবস্থা করা হবে। টেলি মেডিসিন চালু হলে রোগী রেফারের সংখ্যাতেও রাশ টানা যাবে বলে আশা চিকিৎসক মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584