রাজ্যে কলোনির কুড়ি হাজারের বেশি বাসিন্দাকে জমির দলিল দেবে সরকার

0
64

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিশ্বে করোনা ঝড় আছড়ে পরার কিছুদিন আগেই কেন্দ্রের এনআরসি-এনপিআর-সিএএ বিরোধী আন্দোলনে সবচেয়ে প্রথম সারিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উদ্বাস্ত হলেও দীর্ঘদিন থাকার সুবাদে এদের অনেকেরই রয়েছে এ রাজ্যের ভোটার কার্ড। এবার একুশের বিধানসভা ভোটকে সামনে রেখে তাদের খুশি করে ভোট নিশ্চিত করতে আরও এক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

FHTD | newsfront.co
ফাইল চিত্র

ঠিক হয়েছে, রাজ্যের ১১৯ টি কলোনির ২০০০০ বাসিন্দাকে জমির দলিল দেওয়া হবে। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে প্রাথমিকভাবে দুটি তালিকা তৈরি করা হয়েছে। যার মধ্যে একটি তালিকায় ১৫,২৫০ জন এবং আরও একটি তালিকায় ৬৭২০ জনের নাম সমৃদ্ধ ডেটাবেসও প্রস্তুত করা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতর, এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর ও অর্থ দফতরকে বিষয়টি একযোগে দেখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, দেশভাগের পরেই পূর্ব বঙ্গ তথা এখনকার বাংলাদেশ থেকে বিপুল শরণার্থী এসে কেন্দ্রীয় সরকার ও বেসরকারি মালিকানাধীন জমিতে কলোনি তৈরি করে রয়ে যান। কারণ তারা মনে করেন, এটাই তাদের দেশ। কিন্তু স্বাধীনতার ৭৪ বছর পরেও তাদের কোনও ভূমি সরকারিভাবে দেওয়া হয়নি। কেন্দ্রীয় এনআরসি নীতির বিরোধিতা করে গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেছিলেন।

আরও পড়ুনঃ জিএসটি বাবদ রাজ্যের ২.৩৫ লক্ষ কোটি টাকা দিচ্ছে না কেন্দ্রঃ মুখ্যমন্ত্রীর

কলোনির বাসিন্দাদের হাতে যাতে উচ্ছেদের নোটিশ না ধরানো হয়, তার জন্য একদিকে রাজ্য সরকারের জমির ওপর গড়ে ওঠা ৯৪টি শরণার্থী কলোনিকে আইনি স্বীকৃতি দেওয়া এবং অন্যদিকে জমির দলিল দেওয়ার কাজ যুগ্মভাবে শুরু হয়েছে। তবে এটাও বলা হয়েছে, জমির স্বত্ত্ব পাওয়ার পরে ১০ বছর তা বিক্রি করা যাবে না।

আরও পড়ুনঃ ৭ সেপ্টেম্বর নয়, ২১ সেপ্টেম্বর ট্যাক্সি ধর্মঘট

যদিও বিজেপি বরাবরই দাবি করে এসেছে, তাদের সংশোধিত নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কাউকে তাড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং মানুষের শিকড় যাচাই করে নিয়ে তাকে নাগরিকত্ব দেওয়া। যারা সাম্প্রতিক অসদ্দেশ্যে অনুপ্রবেশকারী, তাদেরকে বাতিল করা এই নতুন আইনের লক্ষ্য।

আর একবার এদেশের নাগরিক ঘোষিত হয়ে গেলে মানুষ স্বাভাবিকভাবেই এদেশের জমিতে থাকতে পারবেন। সেখানে এভাবে জমির দলিল দিয়ে উদ্বাস্তুদের মন জয় করার চেষ্টা আসলে ভোটব্যাঙ্কের লক্ষ্যে মানুষকে বোকা বানানোর শামিল বলে দাবি বিজেপির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here