শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
চলতি বছরেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণার পরেও মহামারির কারণে পিছিয়ে যেতে হয় রাজ্য প্রশাসন কে। তবে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যে এই সমস্যার সমাধান করবেন এমনটা আশা করেছিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।
তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিনের বৈঠকে একগুচ্ছ সুযোগ সুবিধার কথা ঘোষণা করলেন।এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে জানান, “আমি খুশি হলেও আপনারা বুঝতে পারবেন। আবার আমি বিরক্ত হলেও আপনারা বুঝতে পারবেন। রাজনীতি করতে আমি কোন ছলনার আশ্রয় নিই না। আপনারা আমাকে মহার্ঘ ভাতা বাকি আছে বলে যে চিঠি দিয়েছিলেন তাতে আমার হৃদয় স্পর্শ করে গেছে। আমার কাছে এখন একদমই টাকা নেই। কেন্দ্রের থেকে আমি এখনো ৮৫ হাজার কোটি টাকা পাই। কিন্তু আমি আমার সরকারি কর্মচারীদের নিরাশ করতে পারিনা। তাই যা আছে তাই দিয়ে আপনাদের আগামী জানুয়ারি মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান যে, “এই মূহুর্তে অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ আছেন। তাই তার সাথে এখনও সমস্ত কথা বলে নেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই তার সাথে কথা বলে নেওয়া হবে। যেমন প্রতিবছরই জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মচারীদের আমরা ডিএ দিই, এবছর তার ব্যতিক্রম হবে না। আগামী জানুয়ারি মাসে প্রত্যেক সরকারি কর্মচারী ৩ শতাংশ ডিএ পাবেন।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে। এছাড়া ঐদিনের বৈঠক থেকে রাজ্যের ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584