সাফাইকর্মী পদে আবেদনকারীর তালিকায় ইঞ্জিনিয়ার থেকে উচ্চশিক্ষিতদের ভিড়

0
72

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

কোয়েম্বাতর সিটি কর্পোরেশনে ৫৪৯ টি স্যানিটারী কর্মী পোস্টের জন্য ৭০০০ জন আবেদন করেছে। এই আবেদনকারীদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট আবেদনকারী-সহ ডিপ্লোমাধারীরা। তিনদিন ধরে চলবে ইন্টারভিউ।

engineer and graduate application to post of sanstory | newsfornt.co
চিত্র সৌজন্যঃ হিন্দুস্তান টাইমস

জানা গেছে, আবেদনকারীদের মধ্যে ৭০ শতাংশ এসএসএলসি পাশ করেছেন, বাকিরা সবাই ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট, পোস্ট-গ্র্যাজুয়েট ও অন্যান্য ডিপ্লোমাধারী। দেখা গেছে, আবেদনকারীদের মধ্যে অনেকেই বেসরকারি সংস্থায় চাকুরিরত কিন্তু সরকারি চাকরির স্থায়ীত্ব ও মাস গেলে ১৫,৭০০ টাকার বেতন তাদেরকে বেশি এই ফর্ম ফিলাপের দিকে আকৃষ্ট করেছে।

আরও পড়ুনঃ ‘রুল বুক’ মেনে কাশ্মীরে পড়ুয়াদের ঘাড়ে লেট ফাইনের বোঝা

গত দশ বছর ধরে বিভিন্ন চুক্তিভিত্তিক পদে এই সরকারি সংস্থায় যাঁরা কাজ করছেন,তাঁরাও স্থায়ী পদ লাভের জন্য এই চাকরিতে আবেদন করেছেন। বেসরকারি সংস্থায় কাজ করা একজন কর্মী জানান, প্রতিদিন ১০-১২ ঘণ্টা ধরে কাজ করে মাস গেলে ৬০০০-৭০০০/- টাকা নিয়ে আর পোষাচ্ছিল না, এমনিতেই বেসরকারি সংস্থায় চাকরির কোনও স্থায়ীত্ব নেই। তাই স্যানিটারী কর্মী হিসেবে সরকারি পদে যুক্ত হওয়া অনেক শ্রেয়।

সূত্রের খবর, স্যানিটারী কর্মীপদে নিযুক্ত কর্মচারীদের বেতন প্রায় ২০,০০০ এর কাছাকাছি। সকালে তিন ঘণ্টা আর বিকালে তিন ঘণ্টা, মোট ছয় ঘণ্টা, এদের কাজ করার সময়। সুতরাং, কাজের ফাঁকে অন্যান্য কাজ করারও সময় পান তাঁরা, সেই নিয়ে সন্দেহ নেই। বর্তমানে এই খাতে স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারী মিলিয়ে সর্বমোট ২৫০০ জন কর্মী আছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here