বাতিল করা যাবে না স্নাতক স্তরের পরীক্ষা, সিদ্ধান্ত ইউজিসির

0
190

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

স্নাতক স্তরের শিক্ষাবর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষা কোনোভাবেই আর বাতিল করা যাবে না, সোমবারের অধিবেশনে উচ্চশিক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। অনলাইন বা অফলাইন পদ্ধতি বা দুই পদ্ধতিতেই বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিকে পরীক্ষা নিতে হবে। বিকল্প শিক্ষাবর্ষ তৈরির পাশাপাশি সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে শেষ সেমিস্টার পরীক্ষার আয়োজন করতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়কে।

UGC | newsfront.co
ফাইল চিত্র

গত ২৯ এপ্রিল উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রথম একটি শিক্ষাবর্ষ প্রকাশ করেছিল ইউজিসি, সেই শিক্ষাবর্ষে বলা হয়েছিল যে,১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলি তাদের ফাইনাল বা টার্মিনাল সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন করতে পারে। এই পরীক্ষর ফলাফল ঘোষণা করা হবে জুলাই মাসের শেষে।

আরও পড়ুনঃ লকডাউনের পর প্রথম খুলল অমরনাথ

মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রকের নির্দেশে বিকল্প শিক্ষাবর্ষের পুনর্বিবেচনার জন্য সোমবার বৈঠক করে উচ্চশিক্ষা নিয়ন্ত্রক ইউজিসি। গত ২৪ জুন, লকডাউনের পর বিশ্ববিদ্যালয় ও কলেজে পঠনপাঠন কেমন হবে সেই নিয়ে নতুন করে গাইডলাইন প্রকাশ করেছিল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। ইউজিসির এই সংশোধিত গাইডলাইন দেশজুড়ে পরীক্ষার সময়সূচির উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here